X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

সাবেক ডিসি মসিউরসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৪, ১৪:৩০আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৪:৩০

ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর আশরাফ আলী আজমকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ডিবির লালবাগ জোনের সাবেক ডিসি মশিউর রহমান ও এডিসি মোস্তফা কামালসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে মীর আশরাফ আলী আজম বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জহির রায়হান জসিম এসব তথ্য জানান।

মামলার বাকি তিন আসামি হলেন– ডিবির কোতোয়ালি জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসির আরাফাত, লালবাগ জোনের পুলিশ পরিদর্শক শের আলম ও উপ-পরিদর্শক (এসআই) পলাশ চৌধুরী দীপন।

মামলার বিষয়ে বাদী মীর আশরাফ আলী আজম বলেন, ‘এডিসি মোস্তফা কামাল আমার ওপর পাশবিক নির্যাতন করেছে। আমার কোমরের হাড় ভেঙে ফেলেছে। আমার দোষ ছিল আমি বিএনপি করি। আমি এর বিচার চাই।’

এদিকে মামলার এজাহারে বলা হয়, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ২০২৩ সালের ২৭ জুলাই বাদী সাবেক কাউন্সিলর আশরাফ আলী আজম বাসায় ঘুমন্ত থাকা অবস্থায় ডিবি লালবাগ জোনের তৎকালীন ডিসি মশিউর রহমান এবং এডিসি মোস্তফা কামালের নেতৃত্বে বাকি আসামিসহ ২০-২৫ জন ডিবি পুলিশ সদস্য তার বাড়ি ঘেরাও করে। এরপর দারোয়ানকে মারধর ও কেচি গেটের তালা ভেঙে বাসায় ঢোকে। বাসায় থাকা স্ত্রী ও ছেলে ব্যারিস্টার মীর মুহতাসিমের সামনে মীর আজমকে টেনে হিঁচড়ে বের করে। যেতে না চাইলে দরজা থেকে মারধর ও ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেয়। এ সময় সাবেক কাউন্সিলর মীর আলী আজমের কোমরের হাড় ভেঙে যায়।

পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় দীর্ঘ ছয় মাস ধরে চিকিৎসাধীন থেকে একটু সুস্থ হলেও স্বাভাবিক হাঁটতে অক্ষম অভিযোগ করেন বাদী। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৪৭/৪৪৮/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ ধারায় অভিযোগ করা হয়।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
ঘুষ-অনিয়মের অভিযোগে রাজশাহী আদালতের বেঞ্চ সহকারী বরখাস্ত
সুদের টাকার জন্য মানসিক চাপে ভবেশের মৃত্যু, মামলায় উল্লেখ করলেন ছেলে
ধানমন্ডিতে র‌্যাব পরিচয়ে ডাকাতি: অন্যতম আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও
ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও
কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৩১
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৩১
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময়
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময়
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
তিন স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে, মোবাইল অপারেটরদের প্রতিও আহ্বান
তিন স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে, মোবাইল অপারেটরদের প্রতিও আহ্বান