X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিনিদের সহায়তায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে: ধর্ম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৪, ২৩:৩০আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ২৩:৩০

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিশ্ববাসীকে ফিলিস্তিনের নির্যাতিত ও গৃহহীন জনসাধারণের সাহায্যে হাত বাড়িয়ে দিতে হবে। তাদের মানবাধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। মুসলিম বিশ্বকে ফিলিস্তিনিদের সহায়তায় ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার (২৬ অক্টোবর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে পয়েট্রি ফর প্যালেস্টাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ফিলিস্তিন আমাদের অন্তর, মন ও আত্মার সঙ্গে মিশে আছে। আমরা ফিলিস্তিনকে ভালোবাসি এবং সে দেশের নির্যাতিত জনসাধারণের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। আমরা তাদের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করি।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। কিন্তু সমগ্র বিশ্ব নীরব আছে। ফিলিস্তিনি নারী, শিশু ও বয়োবৃদ্ধ নাগরিকদের আর্তনাদ কাউকে স্পর্শ করছে না। সবাই নির্বিকার হয়ে বসে আছে।

ড. খালিদ বলেন, ফিলিস্তিন পবিত্র ভূমি। এ ভূমিতে মুসলমানদের প্রথম কিবলা আল কুদস বা মসজিদুল আকসা রয়েছে। এই পবিত্র ভূমিতে শতাধিক নবী-রাসুলের সমাধি রয়েছে। উপদেষ্টা এ ভূমির পবিত্রতা রক্ষায় মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার অনুরোধ জানান।

ঢাকার ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ্ কাওসার মুস্তাফা আবুলউয়ালী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মজিবুর রহমান মঞ্জু ও মেজর জেনারেল এহতেশামুল হক প্রমুখ বিশেষ অতিথির বক্তৃতা করেন।

পরে উপদেষ্টা নির্বাচিত কবিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
ইসরায়েল-গাজা নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেশ
আহত ফিলিস্তিনিদের নীরবতা যেন চিৎকারের চেয়ে শক্তিশালী
বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল: ধর্ম উপদেষ্টা
সর্বশেষ খবর
র‍্যাঙ্কিংয়ে উন্নতি নাহিদা, শারমিন ও রিতুর
র‍্যাঙ্কিংয়ে উন্নতি নাহিদা, শারমিন ও রিতুর
মডেল মেঘনা আলমের সহযোগী ফের ৪ দিনের রিমান্ডে
মডেল মেঘনা আলমের সহযোগী ফের ৪ দিনের রিমান্ডে
দিল্লিতে মোদির সঙ্গে ভ্যান্সের বৈঠক
দিল্লিতে মোদির সঙ্গে ভ্যান্সের বৈঠক
সুরমা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ
সুরমা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ
সর্বাধিক পঠিত
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
মাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠান ওসি
ব্যবসায়ীর কাছে ওসির ঘুষ চাওয়ার অডিও ফাঁসমাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠান ওসি
সম্মানির টাকা ফেরত দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা
সম্মানির টাকা ফেরত দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা