রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৩৮টি মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় ৬২ লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সোমবার (২১ অক্টোবর) ডিএমপি ট্রাফিক বিভাগ এ অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (২২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার দিনব্যাপী ট্রাফিক পুলিশের অভিযানে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১৫৩৮টি মামলা ও ৬২ লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৭২টি গাড়ি ডাম্পিং ও ৩৪টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপি এই কর্মকর্তা।