X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

এনএসইউ’র সঙ্গে চীনের হুবেই ও দক্ষিণ এশিয়ার ১২টি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ০২:১৪আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০২:১৬

বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সম্প্রতি চীনের হুবেই ও দক্ষিণ এশিয়ার ১২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। ‘ইচ্যাং ইনিশিয়েটিভের’ আওতায় ২০২৪ ফোরামের প্রতিনিধি হিসেবে গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়গুলোর প্রধানেরা এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ইচ্যাং ইনিশিয়েটিভ হল চীনের হুবেই-এর বিশ্ববিদ্যালয়গুলোর সাথে দক্ষিণ এশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির একটি পদক্ষেপ। এই উদ্যোগের লক্ষ্য হলো শিক্ষার নেটওয়ার্ক সম্প্রসারণ, ডিজিটাল শিক্ষার উন্নয়ন, বিশ্ববিদ্যালয় ও শিল্পের মধ্যে সহযোগিতা শক্তিশালী করা এবং নতুন বিনিময় প্রোগ্রাম চালু করা।

এনএসইউ-এর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী উল্লেখ করেন, এই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে এনএসইউ-এর শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। তিনি সবাইকে বৈশ্বিক পরিমণ্ডলে শিক্ষা ও গবেষণায় অংশীদারত্ব বাড়াতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এই সমঝোতার অংশ হিসেবে, এনএসইউ-হুবেই (চীন) এবং দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়ের জোটের জন্য ‘গ্রীষ্মকালীন ক্যাম্প’ চালু করবে, যা অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও শিক্ষকদের হুবেইয়ের সংস্কৃতি ও উদ্ভাবনের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ প্রদান করবে।

একই দিনে, এনএসইউ এবং চায়না থ্রি জর্জেস ইউনিভার্সিটি আরেকটি সমঝোতা স্মারকে সই করেছে। এতে উভয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিনিময়, শিক্ষক, গবেষণা, শিক্ষা এবং একাডেমিক সংস্কৃতির আদান-প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। 

এই পদক্ষেপগুলো হুবেই এবং দক্ষিণ এশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারত্ব তৈরিতে সহায়ক হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এই এমওইউ সই করার মাধ্যমে সম্পদ ভাগাভাগি, দক্ষতা বিকাশ এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের নতুন সুযোগ উন্মোচন করবে।

/ইউএস/
সম্পর্কিত
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাস
বেসরকারি ব্যাংকে ৩৬ হাজার টাকা বেতনে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
সর্বশেষ খবর
আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জামায়াত ও ইসলামী আন্দোলনের
আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জামায়াত ও ইসলামী আন্দোলনের
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা: আরও ২ জন গ্রেফতার
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা: আরও ২ জন গ্রেফতার
তামিমদের প্রতিবাদের মুখে হৃদয়ের শাস্তি পেছালো বিসিবি
তামিমদের প্রতিবাদের মুখে হৃদয়ের শাস্তি পেছালো বিসিবি
পাকিস্তানে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত
পাকিস্তানে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
রোমিং বিল পরিশোধ এখন টাকায়, ডলার লাগবে না
রোমিং বিল পরিশোধ এখন টাকায়, ডলার লাগবে না