X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

অভিযুক্ত বিচারপতিদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত, অপসারণসহ তিন দাবি ছাত্রদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৪, ১৪:০৬আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৮:২০

দুর্নীতিতে জড়িত থাকা ও আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা হাইকোর্টের কয়েকজন বিচারপতিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের একাধিক সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তবে আজ দুপুর ২টার মধ্যে ‘ফ্যাসিস্ট বিচারপতিদের’ অপসারণ করাসহ তিন দফা দাবিতে আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে হাইকোর্ট চত্বরে অবস্থানরত শিক্ষার্থীরা নানা স্লোগান দিচ্ছেন।

এর আগে দুর্নীতি ও আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা হাইকোর্টের ১২ জন বিচারপতিকে চায়ের দাওয়াত দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ উপলক্ষে প্রধান বিচারপতির আজকের দিনের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে পরিবর্তন আনা হয়।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, এরইমধ্যে চায়ের দাওয়াতে সাড়া দিয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি এসএম মনিরুজ্জামান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা হাইকোর্ট ঘেরাও কর্মসূচি (ছবি: নাসিরুল ইসলাম)

এদিকে হাইকোর্টে প্রাঙ্গণে ১২ বিচারপতিকে অপসারণের দাবি জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ১২ বিচারপতিকে অপসারণের পাশাপাশি আওয়ামী লীগের আইনজীবীদের অপসারণ করতে হবে। এছাড়াও সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তারা। দুপুরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে হাইকোর্ট ঘেরাও থাকবে।

দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনে জড়ো হয়ে এ আলটিমেটাম দেন তিনি। এর আগে ‘ফ্যাসিবাদের দোসর’ বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্টের ভেতরে প্রবেশ করে ছাত্রদের একটি মিছিল। বুধবার সকাল সাড়ে ১১টায় বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাইকোর্টের ভেতরে এসে অবস্থান নেন।

অবস্থানরত শিক্ষার্থীরা ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে—হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত’, ‘রক্তের বন্যায়—ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা—ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই—খুনি হাসিনার ফাঁসি চাই’ স্লোগান দেন।

গতকাল মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হাইকোর্ট ঘেরাওয়ের এই কর্মসূচি ঘোষণা করে।

বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে যে বিচারপতিদের

অনিয়ম-দুর্নীতি ও আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। বিচারপতিদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এই বিচারপতিদের মধ্যে রয়েছেন– বিচারপতি মো. দিলিরুজ্জামান, বিচারপতি এসসএম মনিরুজ্জামান, বিচারপতি সাহেদ নুরুদ্দিন, বিচারপতি মাসুদ হাসান দোলন, বিচারপতি আমিনুল ইসলাম, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি খুরশীদ আলম সরকার, বিচারপতি খিজির হায়াত ও বিচারপতি আতাউর রহমান খানকে ছাটিতে পাঠানো হয়েছে। তবে এই তালিকা আরও বাড়তে পারে।

/এবি/বিআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বৈষম্যবিরোধী আন্দোলনের ২ কর্মীকে কোপানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
৭ দাবিতে আন্দোলন করবে কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা
মোহাম্মদপুরে কিশোরীকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ: যৌথ অভিযানে গ্রেফতার ৪
সর্বশেষ খবর
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় বাংলাভাষী মুসলিম: বিবিসি বাংলা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় বাংলাভাষী মুসলিম: বিবিসি বাংলা
নারিনের অলরাউন্ড নৈপুণ্যে দিল্লিকে হারালো কলকাতা
নারিনের অলরাউন্ড নৈপুণ্যে দিল্লিকে হারালো কলকাতা
যুবদল নেতার নেতৃত্বে নাগরিক পার্টির শ্রমিক সমাবেশে হামলা, আহত ১০
যুবদল নেতার নেতৃত্বে নাগরিক পার্টির শ্রমিক সমাবেশে হামলা, আহত ১০
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার সম্পর্কে এশিয়াটিক থ্রিসিক্সটি’র বক্তব্য
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার সম্পর্কে এশিয়াটিক থ্রিসিক্সটি’র বক্তব্য
সর্বাধিক পঠিত
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন