ঢাকের বাদ্য, মন্ত্রপাঠ, শঙ্খধ্বনি, উলুধ্বনি, সিঁদুর খেলার উৎসবমুখর পরিবেশে আর প্রতিমা বিসর্জনের ব্যথার সুরে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। রাজধানীর একপাশ দিয়ে বয়ে যাওয়া তুরাগ নদীতে দেবী দুর্গাকে বিদায় জানাতে জড়ো হন বিপুল সংখ্যক ভক্ত। মোহাম্মদপুর ও আশপাশের এলাকার বিভিন্ন মণ্ডপের প্রতিমা বসিলা দিয়ে তুরাগে বিসর্জন দেওয়া হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই বিসর্জনের মাধ্যমে মর্ত্যলোক ছেড়ে দেবী ফিরে যাচ্ছেন কৈলাসে স্বামীগৃহে।