X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

দুই নদীর ২ পয়েন্টের পানি বিপদসীমার ওপরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৪, ১৯:১৭আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৯:১৭

ভারী বৃষ্টিতে দুই নদীর দুই পয়েন্টের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সিলেটের মনু-খোয়াই ও ধলাই নদী ছাড়া দেশের আর সব নদীর পানি এখন কমছে। আর কোনও নদীর পানি বিপদসীমার ওপরে ওঠার শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিপদসীমার ওপরে থাকা নদীগুলোর মধ্যে নীল-জিঞ্জিরান নদীর গোয়ালকান্দা নদীর পানি বিপদসীমার ৮৭ সেন্টিমিটার এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টের পানি ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পূর্বাভাসে বলা হয়,  ময়মনসিংহ বিভাগের জিঞ্জিরাম, ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীর পানি কমছে। বর্তমানে নেত্রকোনা জেলার সোমেশ্বরী নদী কলমাকান্দা এবং জামালপুর জেলার জিঞ্জিরাম নদী, গোয়ালকান্দা পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অধিদফতর জানায়, আগামী ৩ দিন ময়মনসিংহ বিভাগ ও  উজানে অতিভারী বৃষ্টি হতে পারে। তারপরেও আগামী ৩ দিন পর্যন্ত জিঞ্জিরাম, ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীর পানি কমতে পারে। আগামী ৩ দিন নেত্রকোনা জেলার সোমেশ্বরী ও জামালপুর জেলার জিঞ্জিরাম নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

এদিকে রংপুর বিভাগের ব্রহ্মপুত্র নদ ও তার ভাটিতে যমুনা নদীর পানি বাড়ছে পাচ্ছে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২ দিন পর্যন্ত নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে, পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ১ দিন কমতে পারে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

রাজশাহী বিভাগের গঙ্গা এবং তার ভাটিতে পদ্মা নদীর পানি কমছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৫ দিন গঙ্গা-পদ্মা নদীর পানি কমতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৩ দিন সিলেট বিভাগ ও উজানে অতিভারী বৃষ্টি হতে পারে। যার প্রেক্ষিতে আগামী দুই দিন সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমতে পারে এবং পরবর্তী ১ দিন স্থিতিশীল থাকতে পারে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

সিলেট বিভাগের অন্যান্য প্রধান নদীর মধ্যে সারিগোয়াইন ও যাদুকাটা নদীর পানি কমছে, অপরদিকে মনু-খোয়াই ও ধলাই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী এক দিন মনু-খোয়াই, সারিগোয়াইন, যাদুকাটা ও ধলাই নদীর পানি কমতে পারে এবং পরবর্তী এক দিন নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী এক দিন বৃদ্ধি পেতে পারে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

চট্টগ্রাম বিভাগের গোমতী, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীর পানি কমছে অপরদিকে, সাঙ্গু নদীর পানি স্থিতিশীল রয়েছে এবং মহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিন এসব জায়গা ভারী বৃষ্টি হবে না বলে সব নদীর পানি কমতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী এক দিন পর্যন্ত তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তি দুই দিন কমতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

/এসএনএস/ এপিএইচ/
সম্পর্কিত
উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক
ব্রহ্মপুত্র ও যমুনা নদীর মাছের পেটে মাইক্রোপ্লাস্টিক
রংপুরে তিস্তা কনভেনশনে আলোচকরা‘পানির ওপর উজানের দেশ ভারতের একতরফা নিয়ন্ত্রণ বাংলাদেশকে বিপদে ফেলছে’
সর্বশেষ খবর
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত