শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্রিটেনে গড়া প্রোপাটি এম্পায়ারের মধ্যে ৭৪টি বাড়ি বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের পপলার ও লাইমহাউস এলাকায়।
এ বিষয়ে আসনের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আপসানা বেগম মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এ ব্যাপারে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছেন।
তিনি চিঠিতে সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে আল জাজিরার এক প্রতিবেদনের পর দুর্নীতির মাধ্যমে অর্জিত এ সম্পদের ব্যাপারে ন্যাশনাল ক্রাইম এজেন্সি কী পদক্ষেপ নিচ্ছে জানতে চেয়েছেন।
এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে লন্ডনের একটি কলেজশিক্ষক বাংলাদেশি বংশোদ্ভূত মস্তফা খান মঙ্গলবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, এই পপলার লাইমহাউসে শত বাংলাদেশি ঘরহীন, থাকার জায়গা নেই।