মেট্রোরেলের ছয় মাসের আয়ের হিসাব নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। এই তথ্যে বলা হচ্ছে মেট্রোরেলের গত ছয় মাসের আয় ছিল ১৮ কোটি ২৮ লাখ টাকা, আওয়ামী লীগ সরকার পতনের পর সেই আয় ১৮ দিনে দাঁড়িয়েছে ২০ কোটি টাকা। বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ছয় মাসের যে হিসাব ছড়িয়ে পড়েছে, তা মেট্রোরেল উদ্বোধন হওয়ার পর প্রথম ছয় মাসের আয়ের হিসাব ছিল। চলতি বছর ৪ মার্চ জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সাবেক সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, মেট্রোরেল চালু হওয়ার পর থেকে গত বছরের জুন পর্যন্ত ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা আয় হয়েছে।
এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক গত ২২ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে বিগত ১৯ দিনের আয় তুলে ধরেন। সেখানে তিনি জানান, ১৯ দিনে আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৫১। অর্থাৎ এই আয় মেট্রোরেল চালু হওয়ার পর প্রায় ২০ মাস পরের হিসাব। প্রতিনিয়তই মেট্রোরেলের আয় বেড়েছে।
ডিএমটিসিএল সূত্র জানায়, বর্তমান মেট্রোরেলের দৈনিক আয় গড়ে দেড় কোটি টাকার মতো। লাভজনক প্রতিষ্ঠান হতে মেট্রোরেলকে দৈনিক অন্তত তিন কোটি টাকা আয় করতে হবে৷ বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড়ে ৩ লাখ ২৫ হাজার যাত্রী চলাচল করেন, তবে ৪ লাখ ৫২ হাজার যাত্রী বহনের সক্ষমতা রয়েছে।
ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে আবদুর রউফ বাংলা ট্রিবিউনকে বলেন, প্রথম দিকে পুরোপুরি মেট্রোরেল চালু না হওয়ায় এবং যাত্রী কম থাকায় প্রথম ছয় মাসে আয় কম হয়েছে। আমাদের আয়-ব্যয়ের অডিট হয়। সাবেক সড়কমন্ত্রী ওবায়দুল কাদের সেই অডিটের তথ্য তুলে ধরে প্রথম ছয় মাসের হিসাব দিয়েছিলেন। সেই হিসাবের সঙ্গে বর্তমান হিসাব মেলালে হবে না।