X
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

নতুন বাংলাদেশ গড়তে তরুণদের অংশগ্রহণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:২০

আগামীর বাংলাদেশ গড়তে বৈষম্যহীন ও ন্যায্যতার ভিত্তিতে শিক্ষা কার্যক্রম সংস্কার, দুর্নীতিমুক্ত রাজনৈতিক বলয়, তরুণ উদ্যোক্তাবান্ধব ব্যাংকিং ব্যবস্থা, জলবায়ুবান্ধব অর্থনীতি ও পরিবেশ সুরক্ষায় কঠোর আইন, আইন, বিচার ও প্রশাসনিক বিভাগের কাঠামো সংস্কার এবং জননীতি সংস্কার ও প্রণয়নে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে নতুন বাংলাদেশ গড়ে উঠতে পারে বলে মনে করেন তরুণরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ইয়ুথ ফর পলিসি আয়োজিত ‘বৈষম্যহীন বাংলাদেশের তারুণ্যের ইশতেহার’ শীর্ষক মতবিনিময় সভায় তরুণরা এসব কথা বলেন। এসময় তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে ১১ দফা দাবি তুলে ধরেন।

আলোচনায় তরুণদের অনেকেই পাঠ্যক্রম সংস্কারের ওপর জোর দিয়েছেন। তারা বলেন, শিক্ষার্থীরা চিন্তাশীল ও ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে গড়ে উঠুক। অন্যরা সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য মেধাভিত্তিক কোটা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে তারা মনে করেন, বৈষম্যহীন ও ন্যায্যতার ভিত্তিতে শিক্ষা ও চাকরি কোটার সংস্কার অত্যন্ত জরুরি। অনেকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার মাধ্যমে দুর্নীতি দমনের ওপর জোর দিয়েছেন। তাদের মতে, দুর্নীতির দুষ্টচক্রে রাজনৈতিক ও দলীয় পালাবদলের স্থায়ী অবসান নিশ্চিত করতে হবে। দুর্নীতিবান্ধব ব্যাংক সংস্কার করে তরুণ উদ্যোক্তাবান্ধব ব্যাংকব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিও অনেকে জোর দেন।

তাদের মতে, সহজলভ্য ঋণ এবং প্রশিক্ষণের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা নিজস্ব উদ্যোগ শুরু করতে সক্ষম হবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। জননীতিতে তরুণদের অংশগ্রহণের স্থায়ী বন্দোবস্তের ওপরও অনেকে গুরুত্বারোপ করেন। তরুণদের মতামত এবং দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গড়ার কাজে তরুণরা আরও বেশি করে জড়িত হতে পারবে। বাংলাদেশে মুক্ত বাকস্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি বলে মনে করেন অনেকে। তারা বিশেষভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালাকানুনগুলো বাতিল করে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দেন।

এছাড়া, একটি সিন্ডিকেটমুক্ত বাজার ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন আলোচকরা। তাদের মতে, একটি বাজার ব্যবস্থায় ন্যায্যতা প্রতিষ্ঠার মাধ্যমে সবার জন্য সমান অর্থনৈতিক সুযোগ নিশ্চিত হবে। জলবায়ুবান্ধব অর্থনীতি ও পরিবেশ সুরক্ষায় কঠোর আইনগত নজরদারি নিশ্চিত করার দাবি জানানো হয়। এক্ষেত্রে প্রশাসনিক তৎপরতা ও জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে তারা জানান। ইন্টারনেট ব্যবহারের সমান সুযোগ ও নিবর্তনমূলক নিয়ন্ত্রণ রোধের নিশ্চয়তা জরুরি বলেও তারা উল্লেখ করেন। একইসঙ্গে ইন্টারনেটকেন্দ্রিক অপরাধমূলক কার্যক্রমকে যথাযথ ও স্পষ্ট আইনের আওতায় আনতে হবে। দুর্নীতিমুক্ত ও বিকেন্দ্রীকৃত স্বাস্থ্যব্যবস্থার নিশ্চয়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং আন্দোলনে আহতদের সর্বোচ্চ মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিতের দাবিও জানানো হয়েছে।

রাষ্ট্রের তিন বিভাগের ভারসাম্য প্রতিষ্ঠায় স্বাধীন বিচার বিভাগের সাংবিধানিক রূপরেখা প্রকাশের দাবি জানান আলোচকরা। যাতে করে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত হয়।

বৈষম্যবিরোধী আন্দোলন সফলতার অনুপ্রেরণা থেকে এ তরুণ প্রতিনিধিরা দেশের ১৮টি জেলায় ২০টি ফোরামের মাধ্যমে পাঁচশ’র বেশি স্বেচ্ছাসেবকের সঙ্গে মতবিনিময় করেছেন। এই আলোচনায় তারা শিক্ষাক্রম উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সমতা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ডিজিটাল সুবিধা, অর্থনৈতিক স্বাধীনতা, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও সুশাসনে তরুণদের অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। আলোচনার থেকে উঠে আসা মূল ইস্যুগুলো নিয়ে তারা একটি ইশতেহার প্রণয়ন করেন। এ ইশতেহারটি জাতীয় নাগরিক কমিটি, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, জাতীয় লিয়াজোঁ কমিটির প্রতিনিধি, আন্দোলনে নেতৃত্বদানকারী সমন্বয়কদের প্রতিনিধি এবং অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণ টাস্কফোর্সের প্রতিনিধিদের কাছে উপস্থাপন করা হয়।

ইয়ুথ ফর পলিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ আহমেদের সঞ্চলনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণ টাস্কফোর্সের সদস্য, বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর, জাতীয় লিয়াজোঁ কমিটির সদস্য মামুন আব্দুল্লাহিল, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উমামা ফাতেমা, জাতীয় নাগরিক কমিটির সদস্য অর্পিতা শ্যামা দেব, ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড পাবলিকেশনস লিমিটেডের প্রধান মাহরুখ মহিউদ্দিন, ইয়ুথ ফর পলিসির প্রধান সানজিদা রহমান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় লিয়াজোঁ কমিটির সদস্য মামুন আব্দুল্লাহি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের জন্য জাতীয় ঐকমত্য প্রয়োজন। এর জন্য দেশের প্রত্যেক কমিউনিটিকে একটা কমন গ্রাউন্ডে আনা প্রয়োজন।’

জননীতিতে তরুণদের অংশগ্রহণের স্থায়ী বন্দোবস্তের ওপর গুরুত্ব দিয়ে উমামা ফাতেমা বলেন, ‘তরুণদের মতামত এবং দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। দেশের ভবিষ্যৎ গড়ার কাজে তরুণদের আরও অংশগ্রহণ করা জরুরি।’

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার দায় আমাদের সবার। সমন্বয়করা দখল করছে, চাঁদাবাজি করছে— এমন খবর আমাদের কাছে এসেছে। বৈষম্যবিরোধী আন্দোলনের নামে দখলবাজি খুব লোভনীয় একটা ব্যাপার। তবে নতুন বাংলাদেশে আমরা এই দখলবাজি ও চাঁদাবাজি চাই না।’

দেশের সব প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এই সংস্কৃতি বন্ধ করতে হবে।’

জাতীয় নাগরিক কমিটির সদস্য ও আইসিডিডিআর-বি’র রিসার্চ অফিসার অর্পিতা দেব বলেন, ‘চাঁদাবাজি দেশের সবখানে আছে। সরকারের পতনের পর আরেকটি গ্রুপ যারা এতদিন ক্ষমতায় ছিলেন না, তারা দখল করছে। এই দখলের সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও আছে। নতুন বাংলাদেশে আমরা এসব দেখতে চাই না। ব্যবসা, রাজনীতি, নীতিনির্ধারণী— সব জায়গাতে তরুণদের নেতৃত্ব থাকলে এই সমস্যাগুলো দূর হবে। কারণ, তরুণরা আর এসব সমস্যা দেখতে চায় না।’

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
ঐকমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিসের আলোচনাআর যেন কেউ গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়: আলী রীয়াজ
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্র সচিবের যেসব বিষয়ে আলোচনা হলো
ট্রাম্পের শুল্ক স্থগিত: করণীয় নির্ধারণে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার আহ্বান ব্যবসায়ীদের
সর্বশেষ খবর
ওলমোর গোলে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা
ওলমোর গোলে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
আ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
এনসিপির বিক্ষোভআ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
সর্বাধিক পঠিত
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
শাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের
ছয় মাসে ১৪২৪ মোবাইল জব্দশাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের