X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

‘দেশের মাজারগুলোতে উগ্রবাদীরা হামলা করছে’

ঢাবি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে, দেশের মাজারগুলোতে এক শ্রেণির উগ্রবাদী মানুষেরা হামলা করছে। আমরা যদি বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের দিকে খেয়াল করি— তাহলে দেখতে পাবো, ব্রিটিশবিরোধী আন্দোলনেও পীর-ফকিরদের সংগ্রাম বাংলার মানুষকে অনুপ্রাণিত করেছিল। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি— দেশের এক শ্রেণির উগ্রপন্থীরা সাধারণ মানুষের ধর্মীয় পুঁজিকে সহায় করে মাজারে আঘাত হানছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সোমবার (১৬ সেপ্টেম্বর)  আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ১৫ বছরে আওয়ামী ফ্যাসিস্ট শাসনে সব ধরনের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ার পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্বে আছে। তবে আমরা লক্ষ্য করছি, এই সরকার থাকার পরেও আইনের সুশাসন প্রতিষ্ঠিত হতে বিলম্ব হচ্ছে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সরকারকে বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সরকারের পরিকল্পনা বাস্তবায়নের অভাব পরিলক্ষিত হচ্ছে।

গণঅভ্যুত্থানের এই সরকার— যারা একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাদের কাছে এই অতি উৎসাহী জনতাকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে এতে বিবৃতিতে বলা হয়, আমরা স্পষ্টভাবে বলতে চাই— বাংলাদেশকে যেমন ভিন্ন ধর্মাবলম্বীর সংখ্যালঘুদের জন্য আবাসযোগ্য করে গড়ে তুলতে হবে, শান্তিপূর্ণ করে তুলতে হবে— তেমনই এদেশের সংখ্যাগরিষ্ঠের ধর্ম ইসলামের মধ্যে যে সংখ্যালঘু মুসলিম কমিউনিটিগুলো আছে, তাদেরও এই সরকারকেই সুরক্ষা দিতে হবে। অন্যথায় একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় এই সরকার চরমভাবে ব্যর্থ হবে।

দেশের এক শ্রেণির মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের আইনের সুশাসন প্রতিষ্ঠায় বিলম্বের সুযোগ নিয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে উল্লেখ করে বলা হয়, দেশের মধ্যে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হয়রানি, বিভ্রান্তি করছে, ক্ষেত্রবিশেষে হেনস্তা করছে। আমরা এই সরকারকে আবার মনে করিয়ে দিতে চাই— এই সরকার ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র- জনতার আত্মত্যাগের মাধ্যমে নির্বাচিত এক সরকার। গত ১৫ বছরে কাঠামোগতভাবে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের মাধ্যমে এই সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা— দেশের কাঠামোগত পরিবর্তন আনা, আইনের সুশাসন আনা এবং বিচার ব্যবস্থায় সবার ন্যায়বিচার নিশ্চিত করা। আমরা দেখেছি, গত ১৫ বছরে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ কীভাবে মোরাল পুলিশিংয়ের মাধ্যমে দেশের আইন-বিচার ব্যবস্থাকে মগের মুল্লুক বানিয়েছিল, আমরা আর সেই নিপীড়নের, জুলুমের বাংলাদেশে ফিরে যেতে চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই যে, তারা যেন জনগণের সরকার হয়ে উঠতে পারে, তারা যেন রাষ্ট্রে ন্যায়বিচারের একটি সর্বজনীন এবং মৌলিক কাঠামো প্রণয়ন করতে পারে— যার মাধ্যমে আইন কেউ নিজের হাতে তুলে নেবে না এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রদান করতে সক্ষম হবে।

সরকারকে আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়— এই সরকারকে তার সামর্থ্যের প্রতি নির্ভরশীল হয়ে দ্রুত দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে এবং একটি গণতান্ত্রিক, সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে হবে। তবেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত এবং আত্মত্যাগ প্রকৃত মর্যাদা পাবে বলে আমরা মনে করি।

/এপিএইচ/
সম্পর্কিত
আলোচিত অফিস সম্পর্কে যা বললেন হান্নান মাসউদ
গোপালগঞ্জে ছাত্র অধিকার পরিষদের দুই নেতার ওপর হামলার অভিযোগ
ঢাবিতে জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি শিক্ষার্থীদের
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত