X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

‘মাজারে হামলা চালিয়ে একটি শ্রেণি জঙ্গিবাদ উসকে দিচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭

বিভিন্ন মাজারে হামলা চালিয়ে এক শ্রেণির মানুষ দেশে ও দেশের বাইরে জঙ্গিবাদ উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ‘আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহীদিয়া মাইজভান্ডারীয়া’-এর প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী। তিনি বলেন, ‘জঙ্গিবাদ দিয়ে ইসলাম কায়েম হয়নি। ইসলাম কায়েম হয়েছে ভালোবাসার মাধ্যমে, প্রেমের মাধ্যমে, ভ্রাতৃত্ববন্ধনের মাধ্যমে। এটি নবীর আদর্শ, নবীর সাহাবাদের আদর্শ। আমরা যেন প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) এবং তার সাহাবাদের আদর্শ থেকে বিচ্যুত না হই।’

সোমবার (১৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে রাজধানীর গেন্ডারিয়ায় মেয়র সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহীদিয়া মাইজভান্ডারীয়া এ আয়োজন করে।

সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেন, ‘বিভিন্ন মাজারে যদি পাগল-ফকির থাকেন। সমাজের এই বঞ্চিত ও অবহেলিত মানুষদের চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। যারা মাজার ভাঙচুর করছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দেন।’

তিনি বলেন, ‘এক শ্রেণির মানুষ মাজারে হামলা করছে, নৈরাজ্য সৃষ্টি করছে, বহির্বিশ্ব এবং দেশের মধ্যে তারা জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার জন্য উসকানি দিচ্ছে। আপনাদের যদি মাজারে আপত্তি থাকে আল্লাহর নবী যেভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর ওলীরা যেভাবে বিভিন্ন সম্প্রদায়ের কাছে হেদায়েতের বাণী নিয়ে গেছেন, সেভাবে ধর্মের দাওয়াত দেন কিন্তু হিংসা-হানাহানি নয়।’

সেমিনার ও আলোচনার পর সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে জশনে জুলুস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাক্কানী ওলামায়ে কেরাম, রাজনীতিবিদ, আশেকান ও ভক্তরা উপস্থিত ছিলেন।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
গোপালগঞ্জে ছাত্র অধিকার পরিষদের দুই নেতার ওপর হামলার অভিযোগ
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, মরদেহ নিয়ে মানববন্ধন
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত