X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

সমুদ্রসৈকতে লাঠি হাতে নারীদের ‘ক্যালানি’ দেওয়া সেই যুবকের খোঁজ মিলেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৭

শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হতে শুরু করে। যেখানে দেখা যায়, সমুদ্রসৈকতে এক নারীকে কান ধরে উঠবস করানো হচ্ছে। তাকে ঘিরে রেখেছে জনা বিশেক যুবক। বেশির ভাগের হাতে ভিডিও ধারণরত মোবাইল। ওই নারীকে হাতের লাঠি দিয়ে প্রহার করে তাকে বিচ থেকে চলে যেতে বলা হচ্ছে।

ঘটনার পর ফ্যাক্ট চেকাররা এই ভিডিওদাতার পরিচয় খুঁজে পেয়েছেন। তার নাম ফখরুল ইসলাম, আর ঘটনা কক্সবাজার সমুদ্রসৈকতের।

ভিডিও আপলোডকারীর ফেসবুকে গিয়ে দেখা যায়, এ ধরনের আরও কয়েকটি ভিডিও সেদিন বিচে করা হয়েছে। কান ধরে উঠবস করা ভাইরাল হওয়া ওই ভিডিওর আরেকটি পার্ট অনলাইনে পাওয়া যায়। যেখানে দেখা যায়, প্রায় কুড়ি-ত্রিশ জন ঘিরে রেখে তাকে নানা প্রশ্ন করছেন, মুখে পরা মাস্ক খুলতে বলছেন, গালি দিচ্ছেন। এ সময় একজন নারীও এসে ভিডিও করতে শুরু করেন। একফাঁকে সেই নারী এগিয়ে এসে ভুক্তভোগীর নারীর মুখ থেকে জোর করে মাস্ক খুলে ফেলে ভিডিও ধারণ করতে থাকেন।

পাইপ হাতে নারীদের তাড়া করছেন ওই তরুণ (ছবি: ফারুকুলের পোস্ট করা ভিডিও থেকে)

আরেকটি ভিডিওতে দেখা যায়, একজন নারী বিচে বসে আছেন। কয়েকজন সেখানে হাজির হয়ে জানতে চান— ‘এখানে কী করেন, মহিলা মানুষ রাত ১২টায় এখানে কেন?’ বলতে বলতে মারার ভঙ্গি করলে পেছন থেকে আরেকজন বলে ওঠে— ‘ক্যালানি দিতে দিতে আসতেসি, বুঝতে পারসেন? ক্যালানি খাবেন? ছলে যান ছলে যান।’ আরেকজন বলে উঠছেন, ‘পুরা বিচের পরিবেশ এরা (এই নারীরা) নষ্ট করে ফেললো।’

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ফ্যাক্ট চেকবিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির ভিডিওগুলোর বিষয়ে বলেন, ‘ফেসবুকে ঘেঁটে লাঠিওয়ালা যুবকটির পরিচয় পাওয়া গেছে। তার নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম। তার ফেসবুক প্রোফাইলেও পুলিশের কাছে মোবাইল ফেরত চাওয়া নারীটির ছবি ১২ সেপ্টেম্বর পোস্ট করে ওই নারীর সঙ্গে করা আচরণের পক্ষে সাফাই দিয়েছেন। ফারুকুলের বিভিন্ন পোস্ট বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে, তিনি এবং তার সঙ্গে থাকা অনেকে ১১ সেপ্টেম্বর রাতে তিনটি ভিডিওতে দেখা যাওয়া ঘটনাগুলো ঘটিয়েছেন।’

বিচে এক তরুণীকে ঘিরে রেখেছেন বেশ কয়েকজন (ছবি: ছড়িয়ে পড়া ভিডিও থেকে)

এদিকে ১২ সেপ্টেম্বর সকালে তার একটি পোস্টে ফারুকুল লিখেছেন, ‘পুলিশ ভাইদের প্রতি দোয়া রইলো, গত রাতে আমাকে অনেক সাপোর্ট করেছেন। সুন্দরভাবে বাসায় পৌঁছে দিয়েছেন, ধন্যবাদ আপনাদের প্রতি।’

সেই পোস্টের কমেন্টে তিনি আরও লিখেছেন, ‘পুলিশ ভাইদের প্রতি আমার আহ্বান জানাচ্ছি— আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই কাজটা করলাম। সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে এদের প্রতি রুখে দাঁড়ান। ইনশাআল্লাহ, আপনারা চাইলেই সবকিছু সম্ভব।’

এ বিষয়ে দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশ অবহিত আছে কিনা, জানতে চাইলে কক্সবাজার রিজিয়নের এএসপি আবুল কালাম বলেন, ‘আমার জানা ছিল। আজই আরেকজন আমাকে ভিডিওটা পাঠালে আমি জানতে পারি। পরবর্তী সময়ে খোঁজ নিয়ে জানতে পারি, সেদিন এ ধরনের কিছু ঘটনা ঘটেছে। সে সময় সেখানে পুলিশের কেউ ছিল না। ঘটনার খবর শুনে পুলিশ সেখানে গেছে।’

পুলিশকে ধন্যবাদ জানিয়ে ফারুকুলের পোস্ট

ওখানে থার্ড জেন্ডার কয়েকজন থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘মাঝেমধ্যে আমরাও তাদের চলে যেতে বলি, সরে যেতে বলি। ট্যুরিস্টরা বিরক্ত হয়।’

চাইলেই থার্ড জেন্ডার কাউকে ধরে জোর করে কান ধরে উঠবস করানো, মুখ থেকে মাস্ক খুলে ভিডিও করা যায় কি না, প্রশ্ন করলে তিনি বলেন, ‘না, তা যায় না।’

/ইউআই/এনএআর/ইউএস/
সম্পর্কিত
ইচ্ছেমতো বসছে দোকান, পতেঙ্গা সৈকতের সৌন্দর্য ম্লান
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সুন্দরবনে আবারও দস্যু আতঙ্কে জেলে-বনজীবীরা
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
ক্রুর যাত্রা থামিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি
ক্রুর যাত্রা থামিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত