X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

বিদেশ ফেরতদের জন্য ব্র্যাকের বিশেষায়িত ক্যারিয়ার কাউন্সেলিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৪

বিদেশ থেকে ফেরত আসা প্রবাসীরা দেশে যেন কর্মসংস্থান বা উদ্যোক্তা হয়ে অর্থনৈতিক পুনরেকত্রীকরণে যুক্ত হতে পারে সে জন্য বিশেষায়িত ক্যারিয়ার কাউন্সেলিং সেবা চালু করেছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। দেশের আট বিভাগের অভিবাসন অধ্যুষিত ১৬টি জেলার ব্র্যাক মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সেন্টার থেকে এই সেবা মিলবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সিলেটের একটি হোটেলে ক্যারিয়ার কাউন্সেলিং সেবার গাইডলাইন ও টুলকিট উদ্বোধন করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় এই গাইডলাইন ও টুলকিটের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে শরিফুল হাসান জানান, ‘বাংলাদেশ থেকে অনেক লোক যেমন প্রতিবছর বিদেশে যান তেমনি অসংখ্য লোক সফল বা ব্যর্থ হয়ে বিদেশ থেকে ফেরত আসেন। এই বিদেশ ফেরতদের অধিকাংশই দেশে এসে নতুন করে সবকিছু শুরু করতে চান। এ কারণেই তাদের পুনরেকত্রীকরণে পাশে দাঁড়াতে বিমানবন্দরে জরুরি সহায়তা, সাইকোসোশ্যাল কাউন্সেলিং, ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্সসহ নানা উদ্যোগ আছে ব্র্যাকের। তবে আমরা দেখেছি একজন বিদেশে-ফেরত উদ্যোক্তা হতে চান কিংবা নতুন করে কিছু শুরু করতে চান। কিন্তু অধিকাংশ সময়েই তারা কীভাবে কী করবেন, কোথায় যাবেন বুঝে উঠতে পারেন না। এই ক্যারিয়ার কাউন্সেলিং তাদের সেই পথ দেখাবে।’ শরিফুল হাসান, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত আসা বাংলাদেশিদেরও ব্র্যাক এই কাউন্সিলিং সেবার আওতায় আনবে। যথাযথ প্রশিক্ষণের পর তাদের ইন-কাইন্ড সহায়তাসহ আর কী কী সহায়তা দেওয়া যায় সেটিও দেখবে ব্র্যাক।

অনুষ্ঠানে রোমানিয়া ফেরত শিমুল আহমেদ জানান, তিনি ক্যারিয়ার কাউন্সিলিংয়ের পর পাঠাও বা উবারের চালক হিসেবে গাড়ি চালাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। জর্ডান ফেরত দীপালি সরকার বলেন, ‘দেশে ফিরে চা-কফি বিক্রির দোকান দিলেও ক্যারিয়ার কাউন্সেলিং করার পরে স্থানীয় বাজারের চাহিদা বুঝে তিনি চালু করতে যাচ্ছেন জুস কর্নার।’ তার ব্যবসা এখন আরও বড় হবে বলে তিনি আশাবাদী।

ব্র্যাক জানিয়েছে, উন্নত জীবনের স্বপ্ন পূরণে ও কর্মসংস্থানের জন্য বর্তমানে ১ কোটিরও বেশি বাংলাদেশি বিদেশে থাকেন। প্রতি বছর দেশে তারা প্রায় ২২ থেকে ২৩ বিলিয়ন ডলার পাঠান। কিন্তু এই প্রবাসীরা দেশে ফিরে অনেক সময়েই কী করবেন তা বুঝে ‍উঠতে পারেন না। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, নোয়াখালী, নরসিংদী, ‍মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, সুনামগঞ্জ ও ময়মনসিংহে রয়েছে ব্র্যাকের মাইগ্রেশন অ্যান্ড রিইন্ট্রিগেশন সাপোর্ট সেন্টার। ক্যারিয়ার কাউন্সেলিং সেবা পেতে বিদেশ-ফেরতদের এসব সেন্টারে যোগাযোগ করতে হবে। প্রবাসীরা যেন নিজেদের দক্ষতা ও চাহিদা অনুযায়ী পেশা নির্বাচন বা উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন সে বিষয়ে সহায়তার পাশাপাশি সরকারের বিভিন্ন দফতরের নানা সেবার সঙ্গেও যুক্ত করে দেওয়া হবে এখান থেকে।

নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ও বিদেশ-ফেরতদের পাশে দাঁড়াতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশের সুইজ্যারল্যান্ডের দূতাবাস, ইউরোপের সীমান্ত রক্ষা সংস্থা ফ্রন্টেক্স, জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক-কেএফডব্লিউ, যুক্তরাজ্যের হোম অফিস, ইন্টারন্যাশনাল রিটার্ন অ্যান্ড রিইন্টিগ্রেশন অ্যাসিসটেন্স (ইরারা) এবং বিশ্বব্যাংকের অর্থায়নে সরকারের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সঙ্গে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে কাজ করছে ব্র্যাক।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে গত সাত বছরে প্রায় ৩৪ হাজার মানুষকে বিমানবন্দরে জরুরি সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ২০ হাজার বিদেশ-ফেরতকে প্রশিক্ষণ, তিন হাজারেরও বেশি মানুষকে সাইকোসোশ্যাল কাউন্সেলিং এবং প্রায় ছয় হাজার মানুষকে ব্যবসা স্থাপনের জন্য ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়েছে।

/এসও/এমএস/
সম্পর্কিত
ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্তি চান ব্রিটিশ বাংলাদেশি এমপি আপসানা
৮০ হাজার প্রতিযোগীর মধ্যে শীর্ষ দুইয়ে ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তা আনিসা
প্রবাসীদের জন্য ঢাকায় হাসপাতাল করা হবে: আসিফ নজরুল
সর্বশেষ খবর
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ