X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

আবেদ আলীদের ফাঁস করা প্রশ্নে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশে স্থগিতাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৩

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক আবেদ আলীর মাধ্যমে ফাঁস হওয়া প্রশ্নপত্রে অনুষ্ঠেয় নন-ক্যাডার জুনিয়র ইন্সট্রাক্টর পদের পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ২০২৩ সালের ১৮ মার্চ অনুষ্ঠিত পরীক্ষা কেন বাতিল করা হবে না এবং নতুন করে কেন পরীক্ষা গ্রহণ করা হবে না— জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ ফারজুল ইসলাম ফাহিম।

এরআগে ২০২১ সালের ২৬ অক্টোবর এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনুষ্ঠিত ২০২৩ সালের ১৮ মার্চ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে নন-ক্যাডার জুনিয়র ইন্সট্রাক্টর পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে গত ২৫ মে থেকে গত ২ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন চূড়ান্ত ফলাফল প্রকাশ হওয়ার অপেক্ষায়। এরপর দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায় যে, নন-ক্যাডার জুনিয়র ইন্সট্রাক্টর পদের প্রশ্নপত্র ফাঁস হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে পিএসসির নন-ক্যাডার জুনিয়র ইন্সট্রাক্টর পদের পরীক্ষা বাতিল ও নতুনভাবে পরীক্ষা নেওয়ার দাবিতে গত ২৪ আগস্ট সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়। তবে নোটিশ দেওয়ার পরও কোনও পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীরা রিট আবেদন করেন।

এছাড়াও জাতীয় পত্রিকায় ‘জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের প্রশ্ন ফাঁসেও একই চক্র’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে ওই সংবাদ সংযুক্ত করে মো. সেলিম রেজা ও তরিকুল ইসলামসহ ১৭ জনের পক্ষে গত ২৫ আগস্ট অ্যাডভোকেট মোহাম্মদ ফারজুল ইসলাম রিট দায়ের করেন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
হাইকোর্টের ৪৮টি বেঞ্চ পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি
অনলাইন জুয়ার বিস্তার রোধে হাইকোর্টে রিট
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
সর্বশেষ খবর
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ