পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পর ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খোরশেদ আলমকে।
সোমবার (২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনকে নতুন পররাষ্ট্র সচিব হিসাবে নিয়োগ দেবে সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করবেন তিনি।