বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) সদস্য-সচিব মো. শামসুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ সচিবালয়ের উপসচিব এ এস এম আতাউল করিমকে আহ্বায়ক এবং সিনিয়র সহকারী সচিব মো. শামসুল হককে সদস্য সচিব করে সাধারণ সভায় এই কমিটি অনুমোদন করা হয়।
এতে আরও বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত এবং বৈষম্যমূলক পদায়নসহ বিভিন্নভাবে অবহেলিত ও নিষ্পেষিত কর্মকর্তা-কর্মচারীদের বৈষম্য নিরসন ও অফিসের পরিবেশ সুষ্ঠু এবং স্বাভাবিক রাখার জন্যে এই কমিটি কাজ করবে।