রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংঘর্ষে শিক্ষার্থী, আনসার সদস্য, পথচারী ও সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। তারা সবাই ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
আহতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ তিন জনকে ভর্তি করানো হয়েছে। তাদের গা-হাত-পায়ের অনেক জায়গা ছিলে গেছে। তবে গুরুতর কোনও আঘাতের চিহ্ন নেই।
আরও পড়ুন: