X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

তিন দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে ‘মায়ের ডাকের’ সমন্বয়কের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৪, ২২:২৯আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০১:৩২

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নিখোঁজ ব্যক্তিদের ফিরে পেতে তিন দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম। তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, জড়িতদের বিচারের দাবি এবং বন্দিদের মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। 

মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

সানজিদা ইসলাম বলেন, আমরা তিনটি দাবি নিয়ে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছি। গুম খুন ও হত্যা যারা করেছেন, জিয়াউল আহসানের মতো, তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিখোঁজদের খুঁজে বের করতে হবে এবং জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। ‘আয়নাঘরের’ মতো প্রত্যেকটি টর্চার সেল থেকে বন্দিদের মুক্ত করে দিতে হবে। স্বজনদের কাছে যেন গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া হয়। একইসঙ্গে প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলামসহ ৭ সদস্যের প্রতিনিধি দল সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাস ভবন যমুনায় প্রবেশ করেন।

সানজিদা বলেন, আমাদের প্রধান তিনটা দাবি ছিল। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা আমাদের সব কথা শুনেছেন এবং তিনি আমাদের বলেছেন আশা রাখতে। তিনি এই পদক্ষেপ নিচ্ছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত অনেক গুমের ঘটনা ঘটেছে। আমাদের লিস্টে সাড়ে সাতশ নিখোঁজের তালিকা আছে। এর বাহিরেও কিছু মানুষকে কোর্টে পাঠানো হয়েছে, কিছু ফেরত এসেছে, তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, কী নির্মম নির্যাতন তাদের ওপরে করা হয়েছে। অনেক টর্চার সহ্য করেছেন তারা। তাদের কাছ থেকেই আমরা জানতে পারি যে, টর্চার সেলগুলোতে আরও অনেক মানুষ আছেন। সেই মানুষগুলোকেই আমরা নিজ নিজ পরিবারের কাছে ফেরত চাই। নিখোঁজ ভাইয়েরা বেঁচে আছেন কিনা, সেটাও আমরা জানতে চাই।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাস ভবন যমুনার সামনে এসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেন তারা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তারা রাস্তা অবরোধ করে বসে পড়েন। ‘আয়না ঘর- আয়না ঘর, খুলে দাও খুলে দাও’, ‘মুক্তি চাই মুক্তি চাই, গুম-স্বজনদের মুক্তি চাই’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’ বলে স্লোগান দেন তারা।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময় গুম ও নিখোঁজ হওয়া শতাধিক ব্যক্তির সন্ধান দাবি করেন বিক্ষোভকারীরা। কারও স্বামী, কারও বাবা, কিংবা কারও ভাইয়ের খোঁজে তারা সড়কে অবস্থান করেন। এ সময় স্বজনরা জানান, নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সন্ধান না পাওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না।

/এএজে/এবি/এপিএইচ/
সম্পর্কিত
সংসদীয় আসন সংখ্যা ৬০০ করার সুপারিশ নারী বিষয়ক সংস্কার কমিশনের
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন
সর্বশেষ খবর
ক্রুর যাত্রা থামিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি
ক্রুর যাত্রা থামিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রজুড়ে আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভ
যুক্তরাষ্ট্রজুড়ে আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভ
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত