X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ধ্বংসস্তূপ মিরপুর মডেল থানা, পাহারা ও পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৪, ১৭:১২আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৭:৩২

শিক্ষার্থীদের দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর বিজয় উল্লাস করতে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। এরই মাঝে কিছু দুস্কৃতিকারী বিভিন্ন থানা ও স্থাপনায় লুটপাট চালায়। বিশেষ করে বেশ কিছু থানায় আগুন জ্বালিয়ে দেয়। তাদের এই কর্মকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয় রাজধানীর মিরপুর মডেল থানা। পুরো থানা আগুনে পুড়ে গেছে। কোনও কিছু আর অবশিষ্ট নেই।

গতকাল (৫ আগস্ট) সন্ধ্যায় আগুন লাগার পর থানার পুলিশ সদস্যরা নিজেদের নিরাপত্তায় পালিয়ে যেতে বাধ্য হন। এর আগে থানায় ঢুকে লুটপাট চালায় দুর্বৃত্তরা। তাদের উগ্রবাদী আচরণে থানার আগুন নেভাতে আসার সাহসও পাননি ফায়ার সার্ভিস সদস্যরা। তবে ব্যতিক্রম চিত্র দেখা গিয়েছে ঘটনার পরদিন অর্থাৎ মঙ্গলবার (৬ আগস্ট)। এদিন থানার সামনে অবস্থান নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা থানা পাহারা দেন এবং থানার সামনে পোড়া ময়লা পরিষ্কার করেন। তাদের সহযোগিতা করেন স্থানীয় অভিভাবকরা।

থানার ভেতর পুড়িয়ে দেওয়া গাড়ি

সরেজমিন মিরপুর মডেল থানা ঘুরে দেখা যায়, দোতলা বিশিষ্ট থানাটির উভয় তলা পুড়ে গেছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে বিভিন্ন আসবাবপত্র ও থানার সামনে থাকা কয়েকটি গাড়ি। সেই ধ্বংসস্তূপ থানাটি সকাল থেকেই পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা। এর মাঝে সেনাবাহিনীর একটি দল এসে থানা ঘুরে যান এবং শিক্ষার্থীদের এটি দেখে রাখতে বলেন।

শিক্ষার্থীরা পুড়ে যাওয়া থানা থেকে একটি শটগান, একটি ওয়াকিটকি ও কিছু রাবার বুলেট, টিয়ারশেল উদ্ধার করে এক পাশে রেখে দেন। কিছু শিক্ষার্থী সড়কে পড়ে থাকা থানার পোড়া অংশ ঝাড়ু দিয়ে সরিয়ে নেয় যাতে গাড়ি স্বাভাবিকভাবে চলতে পারে। পরে তারা থানার ভেতর গিয়ে কিছু পরিষ্কারের চেষ্টা চালান।

পড়ে থাকা অস্ত্র ও বুলেট

পরিচ্ছন্নতার কাজে থাকা বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী ফাহিম বলেন, ‘আমাদের ঝাড়ু কিনে আনতে কিছুটা লেট হয়েছে। তবে আমরা সড়ক পরিষ্কারের কাজ শেষ করেছি। ভেতরটা দেখা যাক কতটা পরিষ্কার রাখা যায়।’

মিরপুর মডেল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরুন মহুয়া বলেন, ‘আমরা এখানে অবস্থান নিয়েছি যাতে করে কেউ আর কোনও কিছু নিয়ে যেতে না পারে। যথেষ্ট ক্ষতি হয়েছে থানার। আমরা চাই দ্রুতই এই থানা সংস্কার হোক। আমরা পাশে থাকবো।’

পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা

প্রত্যক্ষদর্শীদের মতে, গতকাল (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার কিছুটা পর থানার আগুন দেয় একদল লোক। পরে পুলিশ পালিয়ে গেলে থানার সামনে থেকে কয়েকটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায় তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে কয়েক দফায় গুলি চালিয়েও সুবিধা করতে পারেনি।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
আ.লীগ নিষিদ্ধ না করলে দুই উপদেষ্টাকে অপসারণে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির
যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
চকবাজারে স্টোভের আগুনে দগ্ধ নারীর মৃত্যু
সর্বশেষ খবর
ইউআইইউ’র সমাধান কোন পথে?
ইউআইইউ’র সমাধান কোন পথে?
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার