দেশের চলমান পরিস্থিতিতে নিয়ে আজ দুপুর ৩টায় জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। সেই সময় পর্যন্ত দেশের সব নাগরিককে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, জনগণের উদ্দেশে সেনাপ্রধানের ভাষণ বেলা ২টায় দেওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে বেলা ৩টায় নেওয়া হয়েছে।
এর আগে সোমবার (৫ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর সেনপ্রধানের বক্তব্য রাখার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানায়।