X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

অসহযোগ আন্দোলন: সারা দিন যা ঘটলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৪, ২৩:৩৭আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০০:২৪

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে চলমান কোটা সংস্কার আন্দোলনে হতাহতের জন্য দায়ী করে সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে আজ রবিবার (৪ আগস্ট) সর্বাত্মক অসহযোগ কর্মসূচির ডাক দেওয়া হয়। গতকাল শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। একইদিন ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত কর্মসূচির ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সকাল থেকেই রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্নস্থানে আন্দোলনকারী, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ত্রিমুখী অবস্থানের খবর পাওয়া যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে দ্বিমুখী, ত্রিমুখী সংঘর্ষের খবর আসতে থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশসহ সারা দেশে ৯৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মানুষ, এদের অনেকেই গুলিবিদ্ধ।

ঢাকার বিভিন্ন এলাকায় সংঘর্ষ, আদালত ভাঙচুর, হাসপাতালে আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথমদিনে ঢাকার বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। রবিবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় তারা লাঠিসোঁটা নিয়ে আদালত প্রাঙ্গণে ভাঙচুর চালায় এবং চারদিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ অবস্থায় আদালত প্রাঙ্গণে থাকা পুলিশের সদস্যরা প্রথমে আদালত ভবনের ভেতরে ঢুকে পড়েন। পরে তারা এসে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়লে আন্দোলনকারীরা দ্রুত স্থান ত্যাগ করে সড়কে চলে যায়।

অন্যদিকে সকালে হামলা হয়েছে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। বেলা ১১টার দিকে শাহবাগ এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হন। এসময় ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে এলে লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া দেন বিক্ষোভকারীরা। পরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দৌড়ে বিএসএমএমইউর ভেতরে যান। পরবর্তীতে সেখানে আন্দোলনকারীরা ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে ইটপাটকেল ছোড়ে। এসময় দুইপক্ষের সংঘর্ষে হাসপাতালের প্রাঙ্গণে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে হাসপাতালের সামনে রাখা যানবাহন ও অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করা হয়। সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন আরও ছড়িয়ে পড়ে।

বিএসএমএমইউ-তে হামলার চিত্র (ছবি: নাসিরুল ইসলাম)

বিএসএমএমইউ হাসপাতালের উপপরিচালক (এস্টেট) ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, ডি ব্লকের ভেতরে রাখা প্রথমে মোটরসাইকেল এবং পরে অন্য সব গাড়িতে আগুন দেওয়া হয়। আমরা তাদের আটকাতে পারিনি।  এরপর নিচতলার ইনফরমেশন ডেস্ক ভাঙচুর করে, দোতলায় উঠে প্রশাসনিক ভবনে ঢুকতে চায়। কিন্তু প্রশাসনিক ব্লকে ঢোকার গেটে তালা দিয়ে দেওয়ায় তারা সেখানে ঢুকতে পারেনি। এরপর দোতলার অন্যপাশে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। যতদূর পর্যন্ত পারা যায় ইট মেরেছে, দুই ও তিনতলার কাচ সব ভেঙে রেখে গেছে।

মিরপুর ১৪ থেকে ১০ নম্বরে আসার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।

উত্তরা আজমপুর এলাকায় আন্দোলকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় দুজন গুলিবিদ্ধ হওয়া খবর পাওয়া গেছে।  

জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় আধা ঘণ্টা ধরে উত্তেজনাকর পরিস্থিতি চলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচির সমর্থনে পেশাজীবী সমন্বয় পরিষদের মানববন্ধন ঘিরে তৈরি হয় এই পরিস্থিতি। পুলিশ রাবার বুলেট-টিয়ার শেল ছোড়ে, পরে একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়।

রাজধানীর পুরান ঢাকার সদরঘাট, রায় সাহেব বাজার, তাঁতীবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এদিন। দফায় দফায় এই এলাকায় পুলিশ ও ছাত্রলীগের কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।  

রাজধানীর ধানমন্ডি-২ নম্বরে পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ‘ইয়েলো’র একটি শাখায় আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ভবনটি। এদিন বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর থেকেই ধানমন্ডির বিভিন্ন সড়কে আন্দোলনকারী, আওয়ামী লীগ কর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হচ্ছে। এর মধ্যেই কে বা কারা ধানমন্ডি-২ নম্বর রোডে পপুলার ডায়াগনস্টিকের পাশে ও স্টার কাবারের বিপরীত দিকে অবস্থিত ‘ইয়েলোর’ শোরুমে আগুন দেয়।

সারা দেশে থানা, সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক কার্যালয়ে হামলা

সারদেশে সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বগুরার দুপচাচিয়া এসিল্যান্ড অফিস, গাইবান্ধা ডিসি অফিস, এসপি অফিস, ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অফিস, রংপুরে আওয়ামী লীগের পার্টি অফিস, নারায়ণগঞ্জ ডিসি অফিস, ঈশ্বরগঞ্জে ইউএনও’র বাসা, বগুড়া সদর এসিল্যান্ড অফিস, বগুড়া ও কিশোরগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে আক্রমণ ও আগুন, রাজশাহীর মোহনপুর থানা, ভূমি অফিস ও আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নেত্রকোনা পুলিশ স্টেশন থেকে অস্ত্র ছিনতাই করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসীরা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও খিলগাঁও থানা, টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা, বগুড়ার সদর, দুপচাঁচিয়া ও শেরপুর থানা এবং নারুলী পুলিশ ফাঁড়ি, জয়পুরহাট সদর থানা, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গংগাচড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা, সিরাজগঞ্জের এনায়েতপুর, উল্লাপাড়া ও শাহজাদপুর থানা, হবিগঞ্জের মাধবপুর ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়, দিনাজপুর সদর থানায় আক্রমণ করেছে। 

রাজধানীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৮

রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে দুই শিক্ষার্থীসহ আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে উত্তরায় একজন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা আনোয়ারুল ইসলাম, জিগাতলায় শিক্ষার্থী আবদুল্লাহ সিদ্দিকী (২৩), কাওরানবাজারে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ (২৪), ফার্মগেট এলাকায় তৌহিদুল ইসলাম (২২), গুলিস্তানে জহির উদ্দীন (২৬), যাত্রাবাড়ীতে দুই এবং ২৫ বছরের এক অজ্ঞাত যুবক রয়েছেন।

নরসিংদীতে সংঘর্ষে চেয়ারম্যান-কাউন্সিলরসহ আ.লীগের ৬ নেতা নিহত

অসহযোগ আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি অনুযায়ী নরসিংদীর মাধবদী এলাকায় আন্দোলনকারী ও আওয়ামী লীগের সংঘর্ষে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৪ আগস্ট) দুপুরে মাধবদী বাজার বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

বিকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন মাধবদীর পৌর মেয়র মোশারফ হোসেন মানিক। তিনি বলেন, ‘ঘটনা সত্য। মাধবদীর পরিস্থিতি উত্তাল রয়েছে।’ আক্রমণকারীরা শিক্ষার্থী কি না এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আক্রমণকারীদের বেশির ভাগ শিক্ষার্থী নয়, এমনটা জানিয়েছে স্থানীয় সূত্র।  

ঢাকাসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলা

কোটা আন্দোলনকারীদের এক দফা কর্মসূচি চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সাংবাদিক ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এসময় গণমাধ্যমের গাড়ি ও ক্যামেরা ভাঙচুরও করে তারা। এদিন রাজধানীর হাতিরঝিল এলাকায় একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাবিব রহমানের ওপর হামলা চালায় বিক্ষোভকারীরা। তার সঙ্গে থাকা গাড়ি ভাংচুর করে এবং লাঠি দিয়ে তাকে আঘাত করা হয়।

দুপুরে ধানমণ্ডিতে হামলার শিকার হন বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার দুই সাংবাদিক জাহিদুল ইসলাম এবং নাইমুল ইসলাম মিরাজ। তাদের মাথায় আঘাত করা হয়েছে বলে জানান পত্রিকাটির চিফ রিপোর্টার আব্বাস উদ্দিন নয়ন।  

শাহবাগে জাতীয় দৈনিক ডেইলি স্টারের ফটো সাংবাদিক এমরান হোসেনের ওপর হামলা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রাঙ্গনে এমরান হোসেনের ওপর হামলা হয় বলে জানান তিনি।

চাঁদপুরে একাত্তর টেলিভিশনের কার্যালয়ে ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। এসময় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন একাত্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি আল-আমিন ভূঁইয়া।

পটুয়াখালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন একাত্তর টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি আহসানুল কবির রিপন।

মানিকগঞ্জে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আর এস মঞ্জুর রহমান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম সুজন ও স্থানীয় আমার নিউজ পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান সাদমান শাওন। আহত তিনজনকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সিলেটে একাত্তর টেলিভিশনের প্রতিনিধি হোসাইন আহমদ সুজন ও তার ক্যামেরা পারসনের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এসময় তাদের সাথে থাকা ক্যামেরা ভাঙচুর করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে ঠাকুরগাঁওয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে প্রথম আলোর ঠাকুরগাঁও প্রতিনিধি মজিবর রহমান খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তাঁর পিঠে ছুরিকাঘাতের পাশাপাশি লাঠি ও রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেছেন।

রূপায়ন টাওয়ারে হামলা (ছবি: বাংলা ট্রিবিউন)

রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে হামলা করেছে দুষ্কৃতিকারীরা। ভবনটিতে থাকা দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অফিসেও হামলা হয়েছে। দুষ্কৃতিকারীরা ভবনটির চার তলা পর্যন্ত গিয়ে হামলা, ভাঙচুর করেছে এবং নিচ তলায় আগুন ধরিয়ে দিয়েছে বলে জানিয়েছে ভবন কর্তৃপক্ষ। রবিবার পৌনে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হামলাকারীরা আন্ডারগ্রাউন্ডে থাকা বেশ কিছু গাড়ি পুড়িয়ে দিয়েছে। এ ছাড়া ভবনের নিচ তলাসহ একাধিক ফ্লোরে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘিরে পেশাগত দায়িত্ব পালনের সময় চ্যানেল টুইয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার শামীমা সুলতানার ওপর হামলার ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শাহবাগে এই ঘটনা ঘটে। হামলার ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন শামীমা সুলতানা। তিনি বলেন, ‘আমাকে মেরে ফেললেই কি আপনাদের দাবি পূরণ হয়ে যেতো?’

এছাড়াও রাজধানীর রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে ডেইলি স্টার ভবন ও গান বাংলা চ্যানেলের কার্যালয়েও হামলার খবর পাওয়া গেছে। ডেইলি স্টার সূত্রে জানা গেছে, বিকাল ৪টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের লোকজনের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। তারা ভবনটির নিচতলার কাঁচের দরজা ও কাঁচের প্যানেল ভেঙে ফেলেন। প্রায় ৪৫ মিনিট পর অজ্ঞাতনামা দলটি এ এলাকা ছেড়ে চলে যায়।

৪ বিচারপতির গাড়িতে হামলা

বিচারকার্য পরিচালনা শেষে বাড়ি ফেরার পথে মৎস্যভবন সংলগ্ন এলাকায় সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াত চৌধুরীসহ মোট চার জন বিচারপতির গাড়িতে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে কোর্ট প্রশাসন। 

চলমান আন্দোলনকে কেন্দ্র করে কারফিউ পরিস্থিতিতে সারা দেশের সব আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সারা দেশে সংঘর্ষ-গুলি, পুলিশসহ নিহত ৯৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘অসহযোগ আন্দোলন’ ঘিরে সারা দেশে সংঘর্ষ ও সহিংসতায় পুলিশসহ অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন শতাধিক। রবিবার (৪ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবরে এসব তথ্য জানা যায়।

বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রাজধানী ঢাকায় আট জন, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ১৩ পুলিশ সদস্যসহ ২৩, লক্ষ্মীপুরে আট, নরসিংদীতে ছয়, ফেনীতে আট, রংপুরে চার, কিশোরগঞ্জে চার, মুন্সীগঞ্জে তিন, বগুড়ায় পাঁচ, মাগুরায় চার, ভোলায় তিন, পাবনায় তিন, সিলেটে পাঁচ, কুমিল্লায় পুলিশসহ তিন, শেরপুরে দুই, জয়পুরহাটে দুই, সাভারে এক, কক্সবাজারে এক, হবিগঞ্জে এক ও বরিশালে একজনসহ ৯৫ জন রয়েছেন।

আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ, তিন দিন সাধারণ ছুটি

আজ রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার।

এছাড়া দেশের চলমান পরিস্থিতিতে আগামীকাল সোমবার (৫ আগস্ট) থেকে বুধবার পর্যন্ত (৭ আগস্ট) ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

/এসও/ইউএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২৩:৩৭
অসহযোগ আন্দোলন: সারা দিন যা ঘটলো
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
ইউআইইউতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভিসিসহ ১০ শিক্ষকের পদত্যাগ
নারীর ফাঁদে পড়ে বেকায়দায় সরকারি কর্মকর্তা, গ্রেফতার ৪
‘১৫ সমন্বয়কের সাক্ষাৎকার’ গ্রন্থের প্রকাশনা উৎসব
সর্বশেষ খবর
পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের আত্মহত্যা
পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের আত্মহত্যা
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা