X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরা সদর হাসপাতালে কেনাকাটায় দুর্নীতি: চিকিৎসকসহ আট জন অভিযুক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৪, ২০:৩৭আপডেট : ৩০ জুলাই ২০২৪, ২০:৪০

যন্ত্রপাতি কেনার নামে সরকারি অর্থ আত্মসাতের মামলায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ ৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে অভিযুক্তদের মধ্যে এক নম্বর আসামি ডা. শেখ শাহজাহান আলী ইতোমধ্যে মারা গেছেন। আদালতে অভিযোগপত্র দাখিলের সময় বিষয়টি আদালতকে অবহিত করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা।

দুদক সূত্র জানায়, ২০১৭-১৮ অর্থবছরে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য সফটওয়্যারসহ সংশ্লিষ্ট মেশিনারিজ ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়। পরে এসব যন্ত্রপাতি কেনার জন্য দরপত্র মূল্যায়ন কমিটি তিনটি প্রতিষ্ঠানের মধ্যে দুটিকে রেসপনসিভ এবং একটি প্রতিষ্ঠানকে নন-রেসপনসিভ হিসেবে বিবেচনায় নেয়। কাগজে-কলমে তিনটি প্রতিষ্ঠান দেখা গেলেও বাস্তবে তিনটি প্রতিষ্ঠানের মালিক একজন। যিনি বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকেল কোম্পানির স্বত্বাধিকারী জাহের উদ্দিন সরকার। দরপত্রের জন্য বিবেচিত হওয়ার পর জাহের উদ্দিন সরকারসহ অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজশে মেশিনারিজ সরবরাহ না করেই ভুয়া ভাউচারের মাধ্যমে সরবরাহ দেখিয়ে ৬ কোটি ৬ লাখ ৯৯ টাকা সরকারি কোষাগার থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন। এ অভিযোগে ২০১৯ সালের ৩১ অক্টোবর হাসপাতালটির সাবেক তত্ত্বাবধায়ক ডা. শেখ শাহজাহান আলীসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্তে এ দুর্নীতির সঙ্গে হাসপাতালটির আরও তিন চিকিৎসকের সংশ্লিষ্টতা পান দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা রাকিবুল হায়াত। অভিযোগপত্রেও ৬ কোটি ৬ লাখ ৯৯ টাকার দুর্নীতির তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করলে মঙ্গলবার (৩০ জুলাই) দুর্নীতি দমন কমিশন আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয়।

অভিযুক্ত আট আসামির মধ্যে প্রধান আসামি সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শেখ শাহজাহান আলী তদন্ত চলাকালে সম্প্রতি মারা যান। অন্য সাত আসামি হচ্ছেন, মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আবদুস সাত্তার সরকার, মো. আহসান হাবিব সরকার, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী মো. জাহের উদ্দিন সরকার, ইউনিভার্সেল ট্রেড করপোরেশনের স্বত্বাধিকারী মো. আসাদুর রহমান, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুস, ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ প্রসাদ সান্যাল ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শামছুর রহমান।

অভিযোগপত্র অনুমোদন সম্পর্কে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা মো. রাকিবুল হায়াত বাংলা ট্রিবিউনকে বলেন, অভিযোগপত্র অনুমোদনের বিষয়ে তিনি এখনও কোনও চিঠি পাননি। চিঠি পেলে আদালতে অভিযোগপত্র দাখিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
পাসপোর্ট অধিদফতরের ‘টাকার কুমির’ সেই মামুন বরখাস্ত
রাস্তার কাজের টাকা আত্মসাৎ, চার প্রকৌশলী ও দুই ঠিকাদারের বিরুদ্ধে মামলা
দুই উপদেষ্টার সহকারীদের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক
সর্বশেষ খবর
ভিয়েতনাম থেকে এলো ২০ হাজার টন আতপ চাল
ভিয়েতনাম থেকে এলো ২০ হাজার টন আতপ চাল
ভারতে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ, বিবিসিকেও সতর্কবার্তা
কাশ্মীর হামলাভারতে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ, বিবিসিকেও সতর্কবার্তা
আত্মসমর্পণ করে জামিন পেলেন বাসস এমডি মাহবুব মোর্শেদ
মানহানির মামলাআত্মসমর্পণ করে জামিন পেলেন বাসস এমডি মাহবুব মোর্শেদ
ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ৭৮
ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ৭৮
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস