X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

এখনও আঁতকে ওঠেন যাত্রাবাড়ী, কাজলা ও শনির আখড়ার বাসিন্দারা

আতিক হাসান শুভ
২৫ জুলাই ২০২৪, ১০:০০আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১৬:২৬

রাজধানীর যাত্রাবাড়ী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা ও শনির আখড়া এলাকায় গত ১৭ জুলাই (বুধবার) রাত থেকে শুরু করে ১৮ জুলাই দিনব্যাপী পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। আন্দোলনকারীরাও পাল্টা মুহুর্মুহু ইটপাটকেল ছোড়ে। এতে পুলিশ, সাংবাদিক আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষসহ অন্তত অর্ধশত আহত হয়েছে। এমনকি গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক নিহতের ঘটনাও ঘটেছে।

দিনব্যাপী দফায় দফায় সংঘর্ষের পর বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টা নাগাদ শনির আখড়া ও কাজলা পাড় এলাকা ঘুরে দেখা যায়, তখনও সেখানে উত্তাপ ও উত্তেজনা বিরাজ করছিল। সড়কের বিভিন্ন জায়গায় জ্বলছিল আগুন। কাজলা সড়কসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনও যানবাহন চলছিল না। আন্দোলনকারীরা কাউকেই যেতে দিচ্ছিলেন না। এমনকি রিকশা পর্যন্ত চলাচল করতে পারছিল না। তবে নির্বিঘ্নেই অ্যাম্বুলেন্স চলতে দেখা যায়।

সন্ধ্যার পর ওই এলাকাগুলো একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ৭টার পর থেমে থেমে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। সড়কের বিভিন্ন স্থানে টায়ার ও কাঠে আগুন ধরিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। শনির আখড়ার কাজলায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় বৃহস্পতিবারও আগুন দেয় আন্দোলনকারীরা। আইনশঙ্খলা বাহিনী ও সরকারের দায়িত্বশীলদের দাবি, বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা এসব নাশকতার জন্য দায়ী। তবে বিএনপি অভিযোগ অস্বীকার করেছে। 

সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় দক্ষিণ যাত্রাবাড়ীর এই পয়েন্টটি (ছবি: নাসিরুল ইসলাম)

এ সময় আশপাশে থাকা বেশ কয়েকজনকে টোল প্লাজার বিভিন্ন জিনিসপত্র খুলে নিয়ে যেতে দেখা যায়। রাত ১১টার আগ মুহূর্ত পর্যন্ত আন্দোলনকারীরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

শুক্রবার (১৯ জুলাই) সকালে ওই তিন এলাকার অবস্থা কিছুটা স্বাভাবিক হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের উত্তাপ বিরাজ করতে থাকে। আন্দোলনকারীদের সঙ্গে দুপুরে পর বেশ কয়েক দফায় পুলিশের সংঘর্ষ হয়। পরে এতে ঘটনাস্থলে অন্তত তিন জন নিহত হয়েছে এবং ১০ থেকে ১২ জন গুলিবিদ্ধ হয়েছে। যাদের রিকশা করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন, কিন্তু তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা (ছবি: নাসিরুল ইসলাম)

শুক্রবার বিকাল ও রাত ১টা পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা যায়। কারফিউ চলাকালীনও ওই তিন এলাকায় ব্যাপক গোলাগুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা বলছেন, আন্দোলনের শুরুতে সেখানে শিক্ষার্থীরাই ছিলেন। তারাও তাদের সমর্থন ও সহযোগিতাও করেছেন। কিন্তু পরে এই আন্দোলনে যুক্ত হয় দুর্বৃত্তরা। তারা আন্দোলনটিকে ভিন্ন খাতে নিয়ে যায়। ধ্বংসযজ্ঞ চালায় মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায়।

জানতে চাইলে যাত্রাবাড়ীর বাসিন্দা ও একটি বেসরকারি হাইস্কুলের শিক্ষক মো. আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত এক সপ্তাহে যাত্রাবাড়ীর অবস্থা কেমন ছিল, তা কোনোভাবেই বর্ণনা করা যাবে না। নিজ চোখে এত বেশি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা দেখেছি যে রীতিমতো নাওয়া-খাওয়া-ঘুম সব উধাও হয়ে গেছে। বৃহস্পতিবারের পর থেকে অবশ্য এই এলাকার ঘটনা অন্যদিকে চলে গেছে। এখানে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিল। এখানে যেমন বিএনপির নেতাকর্মী ছিল, তেমনি আওয়ামী লীগের পদবঞ্চিত ও বিদ্রোহীরাও ছিল। আবার কাউন্সিলরের প্রতিপক্ষও ছিল।’

দীর্ঘ সময় ধরে চলে তাণ্ডব (ছবি: নাসিরুল ইসলাম)

আন্দোলনকে কেন্দ্র করে একদল যাত্রাবাড়ী এলাকায় তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেন যাত্রাবাড়ীর বাসিন্দা ও হার্ডওয়্যার ব্যবসায়ী মোতালেব। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একদল শিক্ষার্থীদের মাথায় লবণ রেখে বরই খেতে চেয়েছিল। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সাথে তারা সম্পৃক্ত হয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। যার কারণে যাত্রাবাড়ীর অবস্থা এতো ভয়াবহ হয়েছে। তারা পাঁচদিন ধরে যাত্রাবাড়ী এলাকায় তাণ্ডব চালিয়েছে। যার কারণে অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ মারা গেছে। আমরা যারা এই এলাকার বাসিন্দা, তারা পরিবারসহ প্রাণের ভয়ে ছিলাম। 

এদিকে দীর্ঘ পাঁচ দিন পর যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকা রবিবার (২১ জুলাই) সেনাবাহিনী-পুলিশের নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২২ জুলাই) যাত্রাবাড়ী এলাকা পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র‌্যাবের মহাপরিচালক মো. হারুন অর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সাংবাদিকদের বলেন, ‘প্রতিটি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য পাই পাই করে হিসাব দিতে হবে।’ এ দেশের মানুষের জীবনহানি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে তারা কী করতে চেয়েছিল, সে প্রশ্নও করেন তিনি।

/এনএআর/ইউএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাসরুমে তালা: ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: প্রতিবাদে মানববন্ধন
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
সর্বশেষ খবর
চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশ পণ্ড, আটক ৩
চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশ পণ্ড, আটক ৩
‘প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে প্রক্সি পদ্ধতির পক্ষে গণঅধিকার পরিষদ’
‘প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে প্রক্সি পদ্ধতির পক্ষে গণঅধিকার পরিষদ’
পাকিস্তানের হেফাজতে ভারতীয় সীমান্তরক্ষী, উত্তেজনা আরও বাড়ছে 
পাকিস্তানের হেফাজতে ভারতীয় সীমান্তরক্ষী, উত্তেজনা আরও বাড়ছে 
স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই জনের যাবজ্জীবন
স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই জনের যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়