সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ হিসেবে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং চাকরিপ্রত্যাশীরা। এই কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ অংশে অবস্থান নিয়েছেন তারা। এতে ঢাকায় গণপরিবহন চলাচল কমে গেছে, ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। তবে এই আন্দোলনের বাইরে আছে মেট্রোরেল। নিচে গণপরিবহন না পেয়ে ওপরে মেট্রোরেলে করেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন সাধারণ যাত্রীরা। এরফলে মেট্রোরেলের স্টেশনগুলোতে যাত্রীর চাপ বেড়েছে কয়েকগুণ। এমনকি চাপ সামলাতে কয়েকটি স্টেশনের গেটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বুধবার (১০ জুলাই) তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লক’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তারা রাজধানীর আগারগাঁও, ফার্মগেট, কাওরান বাজার, বাংলা মোটর, শাহবাগ ও পল্টনসহ রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেওয়ায় যানবাহন চলতে পারছে না। তবে এই ব্লকের সময়েও মেট্রোরেল চলাচল করছে বাধাহীন।
জরুরি কাজে যাদের বিভিন্ন গন্তব্যে যেতে হচ্ছে, তারা মেট্রোরেলে স্টেশনে ভিড় করছেন। এতে তিল ধারণের ঠাঁই নেই মেট্রো স্টেশনে। চাপ সামলাতে বাধ্য হয়ে আগারগাঁও কারওয়ান বাজারসহ কয়েকটি ব্যস্ত স্টেশনের গেট ক্ষণিকের জন্য বন্ধ করে রেখে দেওয়া হয়েছে।
ফার্মগেট থেকে আগারগাঁওয়ের শেরেবাংলা নগর বালক স্কুলে সন্তানকে নিতে এসেছেন মো. মিল্লাত আমিন। তিনি বলেন, ‘অনেক কষ্ট করে মেট্রোরেলে উঠতে হয়েছে। অবস্থা এমন যে মানুষ একে অন্যের ঘাড়ের ওপর চড়ে আসে।’
মিরপুর-১০ নম্বর থেকে আগারগাঁও আসা আরেক যাত্রী তাহমিনা আক্তার বলেন, ‘প্রথমে এক ট্রেনে উঠতেই পারিনি। পরের ট্রেনে করে আসছি। অনেক লোক।’
শুধু মেট্রোরেল নিয়মিত চলাচল করা যাত্রীরাই নন, আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারা রিকশায় করে, হেঁটে মেট্রোরেল স্টেশন পর্যন্ত এসে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
গেট বন্ধ, তথ্য জানানোর জন্য নেই সিকিউরিটি গার্ড
আগারগাঁও স্টেশনে যাত্রীর চাপ সামলাতে পশ্চিম পাশের গেট বন্ধ রাখা হয়েছে। এতে অনেক যাত্রী এসে ফিরে যাচ্ছেন। অনেকে যাত্রী গেট বন্ধ দেখে ক্ষোভ প্রকাশ করছেন। গেটে কোনও গার্ড না থাকায় মেট্রোরেল চালু নাকি বন্ধ, এমন কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। গার্ডরা গেটে তালা দিয়ে সরে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে প্লাটফর্মে থাকা আনসার সদস্যরা জানান, নিচে থাকলে একের পর এক উত্তর দিতে হয়। অনেকেই খুলে দেওয়ার জন্যও চাপাচাপি করেন। এজন্য উপরে চলে এসেছি। অল্প সময়ের জন্য গেট বন্ধ করা হয়েছে, আবার খুলে দেওয়া হবে।