X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

বন্ধ থাকা ৩ পাটকলের জমিতে হাইটেক পার্ক করার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৪, ১৯:১৭আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৯:১৭

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) মালিকানাধীন সিটি করপোরেশন এলাকায় অবস্থিত বন্ধ থাকা তিনটি কারখানার জমিতে ইকোনমিক জোন বা হাইটেক পার্ক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ জন্য বিশেষজ্ঞদের মতামত গ্রহণের পরামর্শ দিয়েছে সরকারি প্রতিষ্ঠান কমিটি সম্পর্কিত সংসদীয় কমিটি।

সোমবার (৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটি সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয়।

বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হওয়া বিজেএমসির যে তিনটি কারখানা এখনও ইজারা প্রদান করা হয়নি, সেগুলোকে ইকোনমিক জোন কিংবা হাইটেক পার্কে প্রতিস্থাপন করা যায় কি না, তা নির্ণয়ে একটি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে তিন থেকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন তৈরি করে সরকারের কাছে পাঠানোর জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। সিটি করপোরেশনভুক্ত তিনটি কারখানার মধ্যে লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেড, করিম জুট মিলস লিমিটেড ডেমরায় অবস্থিত। অন্যটি চট্টগ্রামের ষোলশহরে অবস্থিত আমিন জুট মিলস লিমিটেড।

বৈঠকে বিজেএমসির মালিকানাধীন যেসব কারখানা ইজারা দেওয়া হয়েছে, সেগুলো লাভজনক কি না, সম্পদ সিকিউরিটাইজ করে বন্ড, শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করে সরকারের কোনও লাভজনক কাজে ব্যবহার কিংবা বিজেএমসির কোনও শিল্পকারখানা আধুনিকায়ন করার কাজে লাগানো যায় কি না, তা একটি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে পরীক্ষা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি সংশ্লিষ্টদের সুপারিশ করে।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, নুরুজ্জামান আহমেদ, সিদ্দিকুর রহমান পাটোয়ারী, আনোয়ারুল আশরাফ খান এবং নাজমা আক্তার।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
জাফরুর নতুন কমিটি: অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
সর্বশেষ খবর
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ যুবক
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ যুবক
চিরঘু‌মে কবি দাউদ হায়দায়
চিরঘু‌মে কবি দাউদ হায়দায়
স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে লাশ নিয়ে যেতে বলা সেই স্বামী গ্রেফতার
স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে লাশ নিয়ে যেতে বলা সেই স্বামী গ্রেফতার
নিজ ঘর থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজ ঘর থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন