X
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
২০ আষাঢ় ১৪৩১

সুপ্রিম কোর্টের সাংবাদিকদের আইন বিষয়ে দক্ষ হতে হবে: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৪, ১৮:০৪আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৮:০৪

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, যারা সুপ্রিম কোর্টে সাংবাদিকতা করেন, আইন বিষয়ে সাংবাদিকতা করেন তাদের আইন ও সংবিধান বিষয়ে কিছু লেখাপড়া করা উচিত। তাহলে আইন সাংবাদিকতা করা সহজ হবে।

মঙ্গলবার (২ জুলাই) ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নবগঠিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ পরামর্শ দেন।

অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘কোর্টের নিয়ম-রুলস যদি আপনাদের জানা থাকে তাহলে রিপোর্ট করতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। হাইকোর্টের প্রচলিত রীতিনীতি, সংবিধান বিষয়েও আপনাদের জানাশোনা থাকতে হবে। যদিও আপনাদের অনেকের সংবিধান বিষয়ে অনেক পড়াশোনা আছে।

তিনি আরও বলেন, আপনারা বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এই যে দীর্ঘদিন কনডেম সেলে আসামি থাকার বিষয়গুলো আপনারা তুলে ধরেন। এ কারণে আমরা পদক্ষেপ নিতে পারি। মানুষকে বিচার পেতে সুপ্রিম কোর্টের সাংবাদিকরা সহযোগিতা করেন। অনেক সময় দেখা যায়, বিচারপ্রার্থীরা সঠিক সময়ে আদালতে আসতে পারেন না বা বিভিন্ন কারণে মামলা পড়ে রয়েছে। দীর্ঘদিনে শুনানি হচ্ছে না।  অনেক আদেশ পৌঁছাতে দেরি হয়। এ বিষয়গুলো সাংবাদিকরা তুলে ধরার কারণে সমস্যার সমাধান পাওয়া যায়। এ কারণে আইনকানুনগুলো জানা থাকলে আপনাদের রিপোর্ট করতে আরও সুবিধা হবে।’

এ সময় ল’ রিপোর্টার্স ফোরামের ২০২৪-২৫ সালের কার‌্যনির্বাহী কমিটির সভাপতি মাসউদুর রহমান রানা, সহসভাপতি আমিনুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ডালিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মো. বাহাউদ্দিন আল ইমরান, দফতর ও ম্যাগাজিন সম্পাদক পিয়াস তালুকদার, কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন— যমুনা টিভির রিপোর্টার শেখ মহিউদ্দিন মধু, আরটিভির অধরা ইয়াসমিনসহ সুপ্রিম কোর্টের নিয়মিত সাংবাদিকরা।

/বিআই/এমএস/
সম্পর্কিত
আদালত অবমাননা: দুই আইনজীবীর আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা
প্রয়াত বিচারপতি-আইনজীবীদের স্মরণে ফুলকোর্ট রেভারেন্স ৪ জুলাই 
আদালত অবমাননা: বিএনপির শীর্ষ ৭ আইনজীবীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি
সর্বশেষ খবর
বগুড়ায় যমুনার পানি বিপদসীমার ওপরে, পানিবন্দি ১২ হাজার পরিবার
বগুড়ায় যমুনার পানি বিপদসীমার ওপরে, পানিবন্দি ১২ হাজার পরিবার
রাজনীতিবিদদের ‘মিথ্যা বলা’ নিষিদ্ধ করবে ওয়েলশ
রাজনীতিবিদদের ‘মিথ্যা বলা’ নিষিদ্ধ করবে ওয়েলশ
আন্তর্জাতিক ১১ রুটে লাভে বিমান, ৬টি অলাভজনক
আন্তর্জাতিক ১১ রুটে লাভে বিমান, ৬টি অলাভজনক
ক্ষুদ্র-মাঝারি শিল্পের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন ও অক্সফাম একসঙ্গে কাজ করবে
ক্ষুদ্র-মাঝারি শিল্পের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন ও অক্সফাম একসঙ্গে কাজ করবে
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
আদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
আলোচিত সাব্বির হত্যাকাণ্ডআদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করলেন জি এম কাদের
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করলেন জি এম কাদের
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন