X
বুধবার, ০৩ জুলাই ২০২৪
১৯ আষাঢ় ১৪৩১

ইউরোপের কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন-মুক্তিপণ আদায়, মূলহোতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৪, ১৯:৩৮আপডেট : ০১ জুলাই ২০২৪, ২০:৪৫

সাধারণ মানুষকে উন্নত জীবন ও ভালো বেতনে ইউরোপে চাকরির প্রলোভন দেখাতো একটি চক্র। পরে তাদের লিবিয়ায় নিয়ে আটকে রেখে নির্যাতন চালিয়ে মুক্তিপণ হিসেবে আদায় করতো মোটা অঙ্কের টাকা। সংঘবদ্ধ ওই চক্রের মূলহোতা মাহাবুব পাঠানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ২৮ জুন সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১ জুলাই) সিআইডি পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানান।

সিআইডি জানায়, ওই চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে প্রতারণা করে আসছিল। তারা ইউরোপে পাঠানোর কথা বলে প্রথমে দুবাই নিয়ে যেতো। সেখান থেকে মিশর হয়ে নিয়ে যেতো লিবিয়ার বেনগাজীতে। সেখানে মাহাবুব পাঠান ও তার সহযোগীরা ভুক্তভোগীদের আটকে রেখে নির্যাতন চালাতো। পরে সেই নির্যাতনের ভিডিও ধারণ করে ভুক্তভোগীদের পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ আদায় করতো।

মো. আজাদ রহমান বলেন, মাহাবুব পাঠান দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে লিবিয়ায় অবস্থান করে বেনগাজীর বাংলাদেশি কমিউনিটিকে নেতৃত্ব দেওয়া আড়ালে মানবপাচার চক্র পরিচালনা করছিল।

তিনি জানান, ২০২১ সালের ১৭ মে থেকে তিন সপ্তাহ ধরে ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে ভাসতে থাকে ৬৪ বাংলাদেশিসহ ১০৪ জন অভিবাসী। পরে তাদের উদ্ধার করা হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তিউনিসিয়ায় থাকা ওই ৬৪ বাংলাদেশিকে পরে ফেরত আনা হয়। তাদের মধ্যে থাকা শরীয়তপুরের বাসিন্দা মিলন বেপারী (২৩) ওই চক্রের বিরুদ্ধে একটি মামলা করেন। সেই মামলায় মাহাবুব পাঠানকে গ্রেফতার করা হয়।

/এবি/আরকে/
সম্পর্কিত
বাংলাদেশের মেয়েদেরকে ভারতে নিয়ে বিক্রি, আরও একজন গ্রেফতার
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
মৎস্য খামারের আড়ালে জঙ্গি প্রশিক্ষণ, নারী সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
বিচারকের আদেশ জালিয়াতি: সিএমএম আদালতের বেঞ্চ সহকারী আটক
বিচারকের আদেশ জালিয়াতি: সিএমএম আদালতের বেঞ্চ সহকারী আটক
‘ছাগলকাণ্ডের’ মতো সন্তানদের ভোগবাদী না বানানোর পরামর্শ শিক্ষামন্ত্রীর
‘ছাগলকাণ্ডের’ মতো সন্তানদের ভোগবাদী না বানানোর পরামর্শ শিক্ষামন্ত্রীর
২০৩৫ সালে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হবে হাইড্রোজেন জ্বালানি
সংসদে প্রধানমন্ত্রী২০৩৫ সালে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হবে হাইড্রোজেন জ্বালানি
জমি নিয়ে বিরোধে কবিরাজকে হত্যা: চার জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
জমি নিয়ে বিরোধে কবিরাজকে হত্যা: চার জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
লটকন খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?
লটকন খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা, ৯ স্থানে পানি বিপদসীমার উপরে
বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা, ৯ স্থানে পানি বিপদসীমার উপরে