X
বুধবার, ০৩ জুলাই ২০২৪
১৯ আষাঢ় ১৪৩১

পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জুলাই ২০২৪, ১৩:৫৩আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৩:৫৩

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন পরীমণির আইনজীবী আদালতকে জানান, আপিল বিভাগ থেকে মামলাটির ওপর স্থগিতাদেশ বিষয়ে শুনানি শেষ হয়েছে। স্থগিতাদেশ বিষয়ে সার্টিফাইড কপি না পর্যন্ত সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য আবেদন করেন এই আইনজীবী। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৮ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য জানান।

এদিন পরীমণির পক্ষে হাজিরা দেন তার আইনজীবী। পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হাওলাদার আদালতে এসে হাজিরা দেন।

গত বছরের ৯ জানুয়ারি পরীমণির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আদেশ দেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।

২০২১ সালের ৪ আগস্ট বিকাল ৪টার পর পরই বনানীর ১২ নম্বর রোডের পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ১৯ আগস্ট  আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই বছরের ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ পরীমণির জামিন মঞ্জুর করেন। পরের দিন পরীমণি কারামুক্ত হন।

২০২১ সালের ৪ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট শাখায় পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

/এআই/আরকে/
সম্পর্কিত
ঢাকায় মাদকদ্রব্যসহ গ্রেফতার ১৭
তারেক মাসুদের পরিবারকে ক্ষতিপূরণের বিষয়ে আপিল শুনানি ৯ জুলাই
জনগণকে দুর্নীতিবিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে: হাইকোর্ট
সর্বশেষ খবর
আলভারেজ, ওতামেন্দিকে নিয়ে আর্জেন্টিনার অলিম্পিক দল 
আলভারেজ, ওতামেন্দিকে নিয়ে আর্জেন্টিনার অলিম্পিক দল 
পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাবে স্বাস্থ্যঝুঁকিতে প্রায় দুই বিলিয়ন মানুষ
পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাবে স্বাস্থ্যঝুঁকিতে প্রায় দুই বিলিয়ন মানুষ
ওয়াশিংটনে বাইডেন-নেতানিয়াহু বৈঠক নিয়ে এখনও ধোঁয়াশা
ওয়াশিংটনে বাইডেন-নেতানিয়াহু বৈঠক নিয়ে এখনও ধোঁয়াশা
নিজেকে নিয়ে প্রকাশিত সংবাদকে গুজব বললেন তাসকিন
নিজেকে নিয়ে প্রকাশিত সংবাদকে গুজব বললেন তাসকিন
সর্বাধিক পঠিত
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো
এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
লটকন খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?
লটকন খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?
বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা, ৯ স্থানে পানি বিপদসীমার উপরে
বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা, ৯ স্থানে পানি বিপদসীমার উপরে