X
বুধবার, ০৩ জুলাই ২০২৪
১৯ আষাঢ় ১৪৩১

জঙ্গি দমনে বাংলাদেশ রোল মডেল: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৪, ১১:৫০আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৪:৪৭

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশও এর বাইরে নয়। তবে বাংলাদেশের পুলিশ, র‌্যাব, এন্টি টেররিজম, কাউন্টার টেররিজম ইউনিটসহ জঙ্গি দমনে অন্যান্য যত ইউনিট রয়েছে, তাদের জোরালো তৎপরতা ও দূরদর্শিতায় বাংলাদেশ খুবই ভালো অবস্থানে রয়েছে। জঙ্গিবাদ দমন ও নির্মূলে বাংলাদেশ রোল মডেল হিসাবে পরিচিত পেয়েছে।

সোমবার (১ জুলাই) সকালে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, বিশ্বের অন্যান্য দেশে আমরা দেখি জঙ্গি হামলা হওয়ার পর তারা অভিযান পরিচালনা করে। বাংলাদেশই একমাত্র উদাহরণ জঙ্গিদের অপারেশন হওয়ার আগে বিভিন্ন ইন্টেলিজেন্সের মাধ্যমে জানতে পেরে আমরা আগেই ব্যবস্থা নিয়ে নির্মূল করতে সক্ষম হয়েছি।

অনলাইনে জঙ্গি তৎপরতা ও ভিন্ন ধর্মালম্বীদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, অনলাইনে জঙ্গিদের তৎপরতা এবং তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ ও নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীর সিটিটিসি, ডিবি, সিআইডি ও এসবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার মনিটরিংয়ের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা মনে করি যেকোনও ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানে রয়েছে। ফলে আমাদের চলমান শান্তিপূর্ণ অবস্থা অব্যাহত থাকবে।

হাবিবুর রহমান বলেন, জঙ্গিবাদ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। মিডিয়াকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সন্তানদের অভিভাবকদের সচেতন হতে হবে। তাদের সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, কাদের সঙ্গে চলাচল করছে। এসব ব্যাপারে খোঁজ রাখতে হবে। সন্তানরা অনলাইনে কী করছে সেটাও দেখতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কমিশনার বলেন, জঙ্গি সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনগুলো আমাদের নজরদারির মধ্যে রয়েছে। প্রতিনিয়ত তাদের মনিটরিং করা হচ্ছে।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
হোলি আর্টিজানে হামলাশহীদ এসি রবিউলকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ, সংকটে তার প্রতিষ্ঠিত বিদ্যালয়
দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: ডিএমপি কমিশনারকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ
হোলি আর্টিজান হামলা: হাইকোর্টের রায়ের পরও যে ‘অপেক্ষা’ রাষ্ট্রপক্ষের
সর্বশেষ খবর
বেনাপোলে লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায়
বেনাপোলে লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায়
কলম্বিয়ার সঙ্গে ড্র করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল
কলম্বিয়ার সঙ্গে ড্র করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল
নৃশংসভাবে রাসেলস ভাইপারকে হত্যা
নৃশংসভাবে রাসেলস ভাইপারকে হত্যা
কৃষিজমি ‘নাল’ দেখিয়ে স্টেডিয়াম তৈরির প্রস্তাব, কৃষকরা বললেন, ‘দরকার নেই’
কৃষিজমি ‘নাল’ দেখিয়ে স্টেডিয়াম তৈরির প্রস্তাব, কৃষকরা বললেন, ‘দরকার নেই’
সর্বাধিক পঠিত
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
এনবিআরে মতিউরদের সংখ্যা কত?
এনবিআরে মতিউরদের সংখ্যা কত?
কাঁঠাল দিয়ে বানিয়ে ফেলুন মজাদার এই ডেজার্ট
কাঁঠাল দিয়ে বানিয়ে ফেলুন মজাদার এই ডেজার্ট
এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো
এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো
১৪ খেলোয়াড়কে দলভুক্ত করেছে আবাহনী 
১৪ খেলোয়াড়কে দলভুক্ত করেছে আবাহনী