X
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
১৮ আষাঢ় ১৪৩১

চার দিনের অর্ধবেলা কর্মবিরতি ঘোষণা পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৪, ২২:১৪আপডেট : ৩০ জুন ২০২৪, ২২:১৪

সর্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অন্তর্ভুক্তি প্রত্যাহার এবং কর্মকর্তাদের জন্য ইউজিসির সুপারিশ করা অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবি জানিয়েছে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন। দাবি আদায়ে সংগঠনটির নেতারা দুই দফা কর্মসূচিও ঘোষণা করেছেন।

সোমবার (১ জুলাই) থেকে বৃহস্পতিবার (৪ জুলাই) পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন অর্ধদিবস কর্মবিরতি এবং আগামী ৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা।

রবিবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি মীর মো. মোর্শেদুর রহমান বলেন, বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা ২০২৩-এর প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অন্তর্ভুক্তি প্রত্যাহার করা হয়নি। বরং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি-পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালা সুপারিশ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে করেছে বলে আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, ইউজিসির নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা করে দেখা যায়, তাদের যেসকল সুযোগ-সুবিধা বিদ্যমান আছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তা ব্যতিক্রম। এটা অযৌক্তিক ও বৈষম্যমূলক। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, এসব অযৌক্তিক, সাংঘর্ষিক ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক দুই দফা কর্মসূচি ঘোষণা করছি।

বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মো. নজরুল ইসলাম হিরার সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মো. মাসুদুর রহমান, চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মো. কামরুজ্জামান চঞ্চল, চট্টগ্রাম অফিসার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. হামিদ হাসান নোমানী প্রমুখ।

/এএজে/এমএস/
সম্পর্কিত
ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি: বিচারের দাবিতে মানববন্ধন
‘প্রত্যয়’ নিয়ে কেন ‘সংশয়ে’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা?
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘পরিস্থিতি দেখে’ সিদ্ধান্ত নেবেন শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
ফ্রান্সে কট্টর ডানপন্থিদের উত্থান, ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মুসলিমরা
ফ্রান্সে কট্টর ডানপন্থিদের উত্থান, ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মুসলিমরা
বিশ্বকাপে বাংলাদেশের বড় আফসোস কী, জানালেন সাকিব
বিশ্বকাপে বাংলাদেশের বড় আফসোস কী, জানালেন সাকিব
শেরপুরে ৩০ গ্রামের মানুষ পানিবন্দি
শেরপুরে ৩০ গ্রামের মানুষ পানিবন্দি
‘ব্যাংকের কথা এলে আতঙ্ক চলে আসে’
পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল পাস‘ব্যাংকের কথা এলে আতঙ্ক চলে আসে’
সর্বাধিক পঠিত
‘চুপ, একদম গুলি করে দেবো’
‘চুপ, একদম গুলি করে দেবো’
সাদা ভাত খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন
সাদা ভাত খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন
সকালে ঢেঁড়স ভেজানো পানি খেলে মিলবে এই ৫ উপকারিতা
সকালে ঢেঁড়স ভেজানো পানি খেলে মিলবে এই ৫ উপকারিতা
এনবিআরে মতিউরদের সংখ্যা কত?
এনবিআরে মতিউরদের সংখ্যা কত?
নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়নের ধাপ দেখানো হবে ইংরেজি বর্ণমালা দিয়ে
নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়নের ধাপ দেখানো হবে ইংরেজি বর্ণমালা দিয়ে