X
রবিবার, ৩০ জুন ২০২৪
১৬ আষাঢ় ১৪৩১

আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জুন ২০২৪, ১৭:১৫আপডেট : ২৭ জুন ২০২৪, ১৭:১৫

এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদ অনুসন্ধানের আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ আবেদন জানান। তবে এ বিষয়ে দুদকের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান এর আগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুর্নীতি অনুসন্ধানে আবেদন করেছিলেন।

বৃহস্পতিবার (২৭ জুন) দুদক চেয়ারম্যান বরাবর দেওয়া আবেদনে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে কাজ করছেন। এছাড়াও একজন সচেতন নাগরিক এবং মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। গত ১৬ জুন থেকে বিভিন্ন গণমাধ্যমে আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। বিভিন্ন জাতীয় দৈনিক ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ কোনও উদ্যোগ গ্রহণ করেনি। যা দুদকের নিষ্ক্রিয়তা বলেই প্রতীয়মান হয়।

অথচ প্রধানমন্ত্রী সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন। জাতীয় পত্রিকায় প্রকাশিত রিপোর্ট রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ণ এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। অতএব এ বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যানের আবেদনের বিষয়ে দুদকের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানিয়েছিলেন, আছাদুজ্জামান মিয়ার বিষয়ে কমিশনের পরবর্তী বৈঠকে আলোচনা হবে। এরপর বিষয়টি সাংবাদিকদের জানানো হবে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
মতিউর ও ফয়সালকে নিয়ে কী করছে দুদক?
সড়ক নির্মাণে অনিয়ম ও করিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুর্নীতি: দুদকের অভিযান
সেই কর কর্মকর্তা ফয়সালকে বদলি করলো এনবিআর
সর্বশেষ খবর
সাগরে পাওয়া বোতলের তরল পান, ৪ লঙ্কান জেলের মৃত্যু
সাগরে পাওয়া বোতলের তরল পান, ৪ লঙ্কান জেলের মৃত্যু
কমলো ডিজেলের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল
কমলো ডিজেলের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল
‘প্রত্যয়’ নিয়ে কেন ‘সংশয়ে’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা?
‘প্রত্যয়’ নিয়ে কেন ‘সংশয়ে’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা?
বিশ্ব চ্যাম্পিয়নদেরকে ১২৫ কোটি রুপি পুরস্কার দেবে বিসিসিআই
বিশ্ব চ্যাম্পিয়নদেরকে ১২৫ কোটি রুপি পুরস্কার দেবে বিসিসিআই
সর্বাধিক পঠিত
খালি পেটে মধু এবং কালোজিরা খেলে কী হয়?
খালি পেটে মধু এবং কালোজিরা খেলে কী হয়?
রাষ্ট্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না, প্রশ্ন ব্যারিস্টার সুমনের
রাষ্ট্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না, প্রশ্ন ব্যারিস্টার সুমনের
গৃহপরিচারিকাকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফিজিওথেরাপিস্ট গ্রেফতার
গৃহপরিচারিকাকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফিজিওথেরাপিস্ট গ্রেফতার
টিভিতে আজকের খেলা (৩০ জুন, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ জুন, ২০২৪)
কোহলির ২ ঘণ্টা পর রোহিতও অবসরে
কোহলির ২ ঘণ্টা পর রোহিতও অবসরে