X
বুধবার, ০৩ জুলাই ২০২৪
১৯ আষাঢ় ১৪৩১
রামচন্দ্রপুর খালে উচ্ছেদ অভিযান

‘কোনও প্রতিষ্ঠান নয়, অবৈধ দখলদারের বিরুদ্ধে এই অভিযান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৪, ১৫:২১আপডেট : ২৭ জুন ২০২৪, ১৭:২১

রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল ভরাট করে ও সরকারি খাস জমির ওপর গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে রিকশা গ্যারেজ, রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়, বাসাবাড়ি ও আলোচিত খামার সাদিক অ্যাগ্রোর কিছু অংশ ভাঙা পড়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টায় ডিএনসিসি’র অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোতাকাব্বীর আহমেদ এই অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বী আহমেদ বলেন, রামচন্দ্রপুর খালের দুই ধারে যারা অবৈধ দখলদার ছিল, এই অভিযান তাদের বিরুদ্ধে। খালের জমি পানি উন্নয়ন বোর্ড ও সিটি করপোরেশন থেকে চিহ্নিত করা হয়েছে। এর আগেও উত্তর সিটি করপোরেশনের মেয়র এখান থেকে ট্রাকস্ট্যান্ড সরিয়েছেন, বহুতল ভবন ভেঙেছেন। এটা আমাদের নিয়মিত অভিযানেরই অংশ।’

‘অভিযানকালে আপনারা দেখেছেন, রামচন্দ্রপুর খালের অংশ দখল করে স্থাপনা করা হয়েছে। সেই স্থাপনা দখল উচ্ছেদ করা হয়েছে। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, আমাদের অভিযান অবৈধ দখলদারদের বিরুদ্ধে’, যোগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি আরও বলেন, ‘সাদিক অ্যাগ্রোর মালিককে ঈদের আগেও আমিরা নোটিশ দিয়েছি। অবৈধ স্থাপনা থাকলে সরিয়ে নিতে বলা হয়েছে। আমরা ঈদের আগে উচ্ছেদ অভিযান চালাইনি। কারণ এর ফলে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতো। আমরা এমনটা চাইনি বলে উচ্ছেদে যাইনি। সেই নোটিশের দখলদাররা কোনও ব্যবস্থা নেননি।’

এদিকে অভিযানকে স্বাগত জানিয়ে সাদিক অ্যাগ্রোর স্বত্বাধিকারী, আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ ইমরান দাবি করেন, তিনি শুধু জমিটি ভাড়া নিয়েছেন। মাটি ভরাট করে কোনও স্থাপনা তৈরি করেননি। যার থেকে জমি ভাড়া নিয়েছেন তিনি ভরাট করেছেন।

এদিকে অভিযান চলাকালে জমির মালিকের পক্ষে একজন উপস্থিত ছিলেন, তবে সাদিক অ্যাগ্রোর পক্ষে কেউ উপস্থিত ছিলেন না।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
ঢাকাবাসীকে বেশি সেবা দিতে তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা: মেয়র তাপস
পুলিশকে বিজ্ঞান ও প্রযুক্তিতে আধুনিক করা হচ্ছে: আইজিপি
স্মার্ট স্কুল বাস সেবা চালু করলো ডিএনসিসি, থাকবে যেসব সুবিধা
সর্বশেষ খবর
জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার
জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার
চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ‘নগদ’
চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ‘নগদ’
আদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
আলোচিত সাব্বির হত্যাকাণ্ডআদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
সমুদ্রসম্পদ আহরণে সব সম্ভাবনা কাজে লাগাতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সমুদ্রসম্পদ আহরণে সব সম্ভাবনা কাজে লাগাতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
বিচার চলাকালে এজলাসে অসুস্থ হয়ে পড়লেন বিচারক
বিচার চলাকালে এজলাসে অসুস্থ হয়ে পড়লেন বিচারক
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, এমপির গাড়িও যেতে দেননি শিক্ষার্থীরা
কোটা বাতিলের দাবিতে আন্দোলনঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, এমপির গাড়িও যেতে দেননি শিক্ষার্থীরা
সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রী
সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রী
দুর্নীতিবিরোধী অভিযান নিয়ে যা ভাবছেন আ.লীগ নেতারা
দুর্নীতিবিরোধী অভিযান নিয়ে যা ভাবছেন আ.লীগ নেতারা