X
শুক্রবার, ০৫ জুলাই ২০২৪
২০ আষাঢ় ১৪৩১

চলন্ত ট্রেনে তরুণী ধর্ষণ: দায়ীদের শাস্তির দাবি যাত্রী কল্যাণ সমিতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৪, ১৪:২৮আপডেট : ২৭ জুন ২০২৪, ১৪:২৮

সম্প্রতি সিলেট থেকে চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনে এক তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষষের অভিযোগ উঠেছে রেলে যাত্রীসেবায় নিয়োজিত বেসরকারি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের তিন কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় রেলওয়ের যাত্রী নিরাপত্তায় গভীর উদ্বেগ প্রকাশ করে দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘বিগত ১৫ বছরে রেলে লাখ লাখ কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। নতুন নতুন রেলপথ, রেলস্টেশন হচ্ছে, ইঞ্জিন ও কোচ আমদানি করে নতুন রেল চালু করা হচ্ছে। রেলে যাত্রী নিরাপত্তায় রেল পুলিশের (জিআরপি) পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্য বাড়ছে। কিন্তু যাত্রীসেবা ও যাত্রী নিরাপত্তা কোথায় তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। রাষ্ট্রের তথা যাত্রীদের টাকায় জিআরপি ও আরএনবি নামে দুটি বাহিনী পোষার পরও চলন্ত ট্রেনে একজন যাত্রী সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনা প্রমাণ করে, এসব বাহিনী যাত্রী নিরাপত্তায় কতটুকু দায়িত্বহীন ও উদাসীন।’

মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘দায়িত্ব পালনে গাফিলতির জন্য কোনও ধরনের জবাবদিহি না থাকায় যাত্রীরা চলন্ত ট্রেনেও নিরাপদ নন। অধিকাংশ সময় বিভিন্ন ট্রেনে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। রাতে কোথাও কোথাও যাত্রীদের ডাকাতিরও ঘটনা ঘটছে। কোথাও কোথাও যাত্রীদের গলা কেটে বা ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনাও বিভিন্ন সময়ে গণমাধ্যমে আসছে।’ চলন্ত ট্রেনে যাত্রী নিরাপত্তা ও যাত্রীসেবায় নিয়োজিত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সবাই মিলেমিশে টিকিট বিহীন যাত্রীদের থেকে টাকা কামানোর ধান্দায় ব্যস্ত থাকে বলে অভিযোগ করেন তিনি।

বিবৃতিতে রেলে যাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রকৃত দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মোজাম্মেল হক চৌধুরী। রেলে কর্মরত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের গায়ে প্রতিষ্ঠানের নাম ও লোগো সংবলিত পোশাক পরে দায়িত্ব পালন করা, প্রত্যেক কর্মীর পোশাকের ওপর নেম প্লেট থাকা বাধ্যতামূলক করার দাবি জানান তিনি। একইসঙ্গে রেলে যাত্রী নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারের সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান।

বুধবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ওই ট্রেনের খাবার বগিতে ওই তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় এস এ করপোরেশনের তিন কর্মীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। তারা হলো মো. জামাল (২৯), মো. শরীফ (২২) ও রাশেদুল ইসলাম (২৮)। একই ঘটনায় ট্রেনের পরিচালক (গার্ড) আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুন...

চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ, খাবার সরবরাহ প্রতিষ্ঠানের ৩ কর্মী গ্রেফতার

 /এমআরএস/আরকে/
সম্পর্কিত
ট্রেনে ধর্ষণের কথা স্বীকার করেছে চার আসামি
উপকূল এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, ভেঙে গেছে জানালার গ্লাস
ভিডিও পেয়েছে দ্য গার্ডিয়ানতালেবান কারাগারে আফগান নারীকে সংঘবদ্ধ ধর্ষণ
সর্বশেষ খবর
সাবেক এমপি মোস্তাফিজের বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগে মামলা
সাবেক এমপি মোস্তাফিজের বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগে মামলা
মিরনজিল্লা সিটি কলোনির জমি হরিজন বাসিন্দাদের নামে দলিল করে দেওয়ার দাবি
মিরনজিল্লা সিটি কলোনির জমি হরিজন বাসিন্দাদের নামে দলিল করে দেওয়ার দাবি
মূল্যায়ন নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে, প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা
মূল্যায়ন নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে, প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা
ভেনিস চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবিতে একঝাঁক তারকা
ভেনিস চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবিতে একঝাঁক তারকা
সর্বাধিক পঠিত
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
খালে এসব কে ফেলে, কেন ফেলে?
খালে এসব কে ফেলে, কেন ফেলে?
‘তুফান’ ঝড়ের পরে...
‘তুফান’ ঝড়ের পরে...