X
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
২০ আষাঢ় ১৪৩১

বেনজীরের অনুসন্ধান নিয়ে নীরব দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৪, ১৭:৪০আপডেট : ২৫ জুন ২০২৪, ১৭:৫৯

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পাসপোর্ট জালিয়াতির ঘটনায় পাসপোর্ট অধিদফতরের আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৫ জুন) সকাল থেকে দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম ও তার দলের সদস্যরা পাসপোর্টের এসব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন। তবে এসব বিষয়ে দুদক সম্পূর্ণভাবে মুখ বন্ধ করে রেখেছে। কোনও তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন তারা।

সূত্র জানায়, পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে, স্ত্রী জীশান মির্জা, বড় মেয়ে ফারহান রিসতা বিনতে বেনজীর ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগ রয়েছে।

সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে E0017616, AA1073252, BC0111070, BM0828141 এবং 800002095 নাম্বারের পাসপোর্ট ইস্যুকরণ সংক্রান্ত আবেদনকারীর আবেদন গ্রহণ থেকে পাসপোর্ট বিতরণ পর্যন্ত সংশ্লিষ্ট পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও উচ্চমান সহকারীদের বক্তব্য নেওয়া ও শোনা জরুরি।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টার আগেই পাসপোর্ট অফিসের আট কর্মকর্তা দুদকে হাজির হন। পাসপোর্ট অফিসের ঢাকা বিভাগের পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও সাইদুর রহমান ছাড়াও মুনসী মুয়ীদ ইকরাম, আবু নাঈম মাসুম, সুভাস চন্দ্র রায়, আজিজুল হক, মহসিন ইসলাম ও মোতালেব হোসেন।

তাদের জিজ্ঞাসাবাদ বিষয়ে গণমাধ্যমের কাছে কোনও কথা বলতে রাজি হননি দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ ও সচিব খোরশেদা ইয়াসমিন। অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তাদের কাছে জানতে চান, বেনজীরের বিষয়ে দুদক কোনও কথা বলছে না কেন। তাকে কোনওভাবে বাঁচানোর চেষ্টা হচ্ছে কিনা। এসবের কোনও জবাব তারা না দিয়ে গাড়িতে উঠে চলে যান।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
কাস্টমস কমিশনার এনামুলের ৯ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ
বেনজীরের বান্দরবানের সম্পত্তি তত্ত্বাবধানে নিলো জেলা প্রশাসন
এএসপি আবুল হাশেম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
ধর্মঘট ডেকে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা
ধর্মঘট ডেকে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
সিঙ্গেল ইউজ প্লাস্টিকের তালিকা করেছে সরকার
সিঙ্গেল ইউজ প্লাস্টিকের তালিকা করেছে সরকার
ট্রেনে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে চার আসামি
ট্রেনে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে চার আসামি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
আদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
আলোচিত সাব্বির হত্যাকাণ্ডআদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ