X
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
২০ আষাঢ় ১৪৩১

গরুর পাইকারদের সর্বস্ব লুটে নিয়ে সেই টাকায় কোরবানি দেয় তারা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৪, ১৬:৩৯আপডেট : ২৩ জুন ২০২৪, ১৬:৪৩

রাজধানীতে গরু বিক্রি করে পাইকারদের একটি দল গত ১৬ জুন বিমানবন্দর এলাকা থেকে জামালপুরের বাসে ওঠে। আব্দুল্লাহপুর পৌঁছানোর আগেই তাদের কাছে ভাড়া চায় বাসের হেলপার। পরে ভাড়া দিতে চান তারা। এরপরই হেলপারসহ আগে থেকে বাসে থাকা ডাকাত দলের সদস্যরা পাইকারদের কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে টাকা-পয়সা লুটে নিয়ে তাদের মুখ বেঁধে রাস্তায় ফেলে দেয়। পরে লুট করা টাকায় গরু কোরবানি দেয় ডাকাত দলের সদস্যরা।

রবিবার (২৩ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।  

শনিবার (২২ জুন) রাজধানীর তেজগাঁও ও ময়মনসিংহের কোতয়ালি থানার চরপাড়া মোড় এলাকা থেকে ওই চক্রের ১০ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. ফয়সাল আহাম্মেদ রিগান (৩০), মো. তারেক মিয়া (৩৫), তানভীর আহম্মেদ অন্তর (২৬), মো. মিলন (২২), মো. জাবেদ ইকবাল ওরফে বাদল (৩২), আব্দুল্লাহ আল মামুন (৩৭), মো. রতন মিয়া (৩৮), মো. সেলিম মিয়া (৩০), মো. রুবেল মিয়া (৩৪) ও মো. সুমন মিয়া (৩৫)। তাদের কাছ থেকে ৭ লাখ ১৪ হাজার টাকা, ১৩টি মোবাইল ফোন, দুটি চাকু ও প্লাস্টিকের রশি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, লুটের টাকার মধ্যে ২ লাখ ১০ হাজার টাকায় জাবেদ ইকবাল ওরফে বাদল কোরবানির গরু কেনে। ১ লাখ ৭৫ হাজার টাকায় কোরবানির জন্য গরু কেনে তারেক মিয়া।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ঘটনার দিন বিমানবন্দর থানায় একটি মামলা হয়। এর পর থেকে এ বিষয়ে কাজ করে ডিবির উত্তরা বিভাগ। তদন্তের এক পর্যায়ে ডিবি উত্তরা বিভাগ এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ১০ জনকে গ্রেফতার করে। গ্রেফতার ১০ ডাকাতের বিরুদ্ধে ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুর এলাকায় একাধিক মামলা রয়েছে। এ ডাকাত দল বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ডাকাতি করতো। এছাড়া তারা বিমানবন্দর এলাকায় অবস্থান করে প্রবাসীদের গাড়ির গতিরোধ করে লুটপাট করতো।’

গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিএমপির ডিবি প্রধান বলেন, ‘তারা প্রায়ই ঢাকা ও গাজীপুর রোডে ডাকাতি করতো। ঈদুল আজাহাকে কেন্দ্র করে অস্থায়ী গরুর হাটগুলোতে তাদের লোকজন থাকতো। তারা গরুর পাইকারদের অনুসরণ করে তাদের গাড়িতে তুলে ডাকাতি করতো। এছাড়া ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ সঙ্গে টাকা-পয়সা নিয়ে যায়। ওই চক্র সেসব টাকা লুট করতো। চক্রটি এখন পর্যন্ত ২৫০টির মতো ডাকাতির ঘটনা ঘটিয়েছে। ঈদের আগে খিলক্ষেত এলাকায় চার জনকে গাড়িতে তুলে চক্রটি ৫ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন লুটে নেয়। ঈদের ১০ দিন আগে বিমানবন্দর থেকে এক প্রবাসীকে গাড়িতে তুলে তার সঙ্গে থাকা রিয়াল ও টাকা লুট করে।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
সন্তান হত্যার অভিযোগে বাবা গ্রেফতার
এমপি আনার হত্যাজবানবন্দিতে যা জানিয়েছে মোস্তাফিজ ও ফয়সাল
পাহাড়ি তরুণীদের চীনে পাচার: ভাইবোনসহ তিন জন গ্রেফতার
সর্বশেষ খবর
রোহিত-কোহলিদের বরণে মুম্বাই যেন জনসমুদ্র
রোহিত-কোহলিদের বরণে মুম্বাই যেন জনসমুদ্র
শেখ হাসিনাকে ‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানিকন্যা
শেখ হাসিনাকে ‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানিকন্যা
আদালত চত্বরে মারধরের শিকার সাবেক মেম্বার
আদালত চত্বরে মারধরের শিকার সাবেক মেম্বার
সর্বাধিক পঠিত
আদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
আলোচিত সাব্বির হত্যাকাণ্ডআদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ