X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ডিজিটাল প্রযুক্তির অগ্রগতির কারণে সুশাসন কাঠামোর মৌলিক পরিবর্তন হয়েছে: কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৪, ১৫:১৬আপডেট : ২২ জুন ২০২৪, ১৫:১৬

ডিজিটাল প্রযুক্তির দ্রুত অগ্রগতির জন্য সমাজ, অর্থনীতি এবং সুশাসন কাঠামোর মৌলিক পরিবর্তন হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নত সেবা দেওয়ার  জন্য ডিজিটাল কানেক্টিভিটির প্রসার এবং উদ্ভাবনকে উৎসাহিত করা হলে অভূতপূর্ব সুযোগ তৈরির সম্ভাবনা থাকে বলে মনে করেন পোস্ট, টেলিকমিউনিকেশনস এবং ইনফরমেশন টেকনোলজি বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

শনিবার (২২ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিমসটেক রিজিওনাল কনসালটেশন অন গ্লোবাল কমপ্যাক্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডিজিটাল প্রযুক্তির উন্নতি সমাজকে পরিবর্তন করে জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু এর ফলে ডিজিটাল ডিভাইড, সাইবার সিকিউরিটি এবং ডাটা প্রাইভেসির মতো আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ চলে আসে।’

বিমসটেক অঞ্চল

বিমসটেক অঞ্চলে ১৭০ কোটি লোকের বাস এবং এদের মধ্যে তরুণের সংখ্যা বেশি উল্লেখ করে কাজী নাবিল এমপি বলেন, ‘আমাদের অঞ্চলে ইন্টারনেট ব্যবহার দ্রুত বাড়ছে এবং প্রতি বছর লাখ লাখ নতুন ব্যবহারকারী যুক্ত হচ্ছে। কিন্তু এই অগ্রগতি হলেও শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল অ্যাক্সেস এবং শিক্ষার বৈষম্য রয়েছে।’

ডিজিটাল বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ চলছে এবং ডিজিটাল-সেবা দেশের প্রতিটি কোনায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনেক দূর অগ্রসর হয়েছে।

কাজী নাবিল বলেন, ‘এই উদ্যোগের কারণে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা, ডিজিটাল শিক্ষা এবং ই-গভর্নেন্স সুবিধার তাৎপর্যপূর্ণ অগ্রগতি সাধন হয়েছে এবং লাখ লাখ মানুষ বিশেষ করে গ্রামের লোক অনলাইন-সেবা পাচ্ছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এখানে অনুরণিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ডিজিটাল বৈষম্য দূর করার ক্ষেত্রে বঙ্গবন্ধুর— সবার জন্য ন্যায্যতা, ন্যায়বিচার ও সমৃদ্ধি সংক্রান্ত ভিশন পথপ্রদর্শক হিসেবে কাজ করতে পারে।’

ডিজিটাল ডিভাইড দূর করা, ডিজিটাল শিক্ষা বাড়ানো এবং বলিষ্ঠ সাইবার নিরাপত্তা কাঠামো তৈরি করার জন্য বিমসটেকের সব সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
নাগরিক ও ডিজিটাল পরিসর সুরক্ষায় সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান 
‘পারস্পরিক সহযোগিতা বিমসটেক অঞ্চলের খাদ্য-পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পারে’
মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
সর্বশেষ খবর
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ