ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জানিয়েছে, তাদের আওতাভুক্ত ৭৫টি ওয়ার্ডের সব ওয়ার্ড থেকে ঈদের দ্বিতীয় দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানায়, আজ কোরবানি দেওয়া সব পশুর বর্জ্য রাত ১০টার আগেই শতভাগ অপসারণ করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার (১৭ জুন) ঈদের দিনে কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ের আগেই শতভাগ সম্পন্ন করে ডিএসসিসি। তবে এখন পর্যন্ত হাটের বর্জ্য সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হয়নি।
আজ রাতের মধ্যে হাটের বর্জ্য শতভাগ অপসারণের কথাও জানায় ডিএসসিসি।