দিনের পর দিন কত মায়া-মমতা আর যত্নে লালনপালন! পশুগুলো ছিল পরিবারের অংশ। অবশেষে চোখের জলে সেগুলোকে বিদায়। কিন্তু এতেই কি মন মানে! পোষা প্রাণীকে টাকার বিনিময়ে হলেও কোরবানির জন্য অন্যের হাতে তুলে দেওয়া বড় কঠিন!
এমন দৃশ্যই আজ চোখে পড়েছে কোরবানির হাটে, রাজধানীর রাস্তাঘাটে। খামারিরা তাদের পশু বিক্রি করে দেওয়ার পর কেঁদে বুক ভাসাচ্ছেন। প্রাণীগুলোও মনে হয় বুঝতে পারছে এটাই শেষ বিদায়। কোরবানির ঈদ ত্যাগের যে শিক্ষা দিয়ে যায়, তা-ই ফুটে উঠেছে পোষা প্রাণী আর তাদের মালিকদের বিচ্ছেদের দৃশ্যে।