X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

বর্জ্য অপসারণে ৪০টি ট্রাক কিনলো ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৪, ১৪:৫৬আপডেট : ১২ জুন ২০২৪, ১৫:২২

আওয়াতাধীন এলাকার বর্জ্য অপসারণে নিজস্ব অর্থায়নে ৩২টি ডাম্প ট্রাক এবং আটটি আধুনিক কম্প্যাক্টর ট্রাক কিনেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির দাবি, প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে কেনা এই ট্রাকগুলোর মাধ্যমে করপোরেশন প্রতিদিন অতিরিক্ত প্রায় ৩৫০টন বর্জ্য অপসারণ করতে পারবে।

বুধবার (১২ জুন) সকালে রাজধানীর গাবতলীতে ডিএনসিসির প্রস্তাবিত কাঁচাবাজার সংলগ্ন মাঠে সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ট্রাকের সংযোজন কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। ডাম্প ট্রাকগুলো কেনা হয়েছে ভারত থেকে।  জাপান থেকে কেনা হয়েছে কম্প্যাক্টর ট্রাকগুলো।

নতুন ট্রাকের সংযোজন কার্যক্রম উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম

এ সময় তিনি বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ৪০টি ট্রাক যুক্ত হওয়ায় এ বছর বর্জ্য অপসারণে গতি আরও বাড়বে। যে আটটি আধুনিক কম্প্যাক্টর ট্রাক যুক্ত হলো এগুলো সাধারণ ট্রাকের চেয়ে ১০ গুণ বেশি বর্জ্য অপসারণে সক্ষম। কম্প্যাক্ট করার মাধ্যমে একসঙ্গে অনেক বর্জ্য বহন করতে পারবে এই ট্রাকগুলো।’

এ সময় ডিএনসিসি মেয়র এ বছর ঈদুল আজহায় ৬ ঘণ্টায় কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দেন। তিনি বলেন, ‘গত বছর সবার চেষ্টায় ডিএনসিসি ৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে। এবার আমাদের টার্গেট ছয় ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসরণ করা।’

উদ্বোধনের সময় অন্যান্যের সঙ্গে ছিলেন– ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসনাত মো. আশরাফুল আলম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
‘জবাবদিহি নিশ্চিতে ডিএনসিসির সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে’
যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
অটোরিকশার ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান শুরু: ডিএনসিসি প্রশাসক
সর্বশেষ খবর
বিদ্যুতায়িত গেট ছুঁয়ে প্রাণ গেলো হোটেল কর্মচারীর
বিদ্যুতায়িত গেট ছুঁয়ে প্রাণ গেলো হোটেল কর্মচারীর
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় নিয়োজিত চিকিৎসক দলকে সংবর্ধনা
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় নিয়োজিত চিকিৎসক দলকে সংবর্ধনা
সাভারে তৃতীয় শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
সাভারে তৃতীয় শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
‘১৫ মিনিটের ফাইনালে’ টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে কিংসের শিরোপা
‘১৫ মিনিটের ফাইনালে’ টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে কিংসের শিরোপা
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়