X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২
এডিটরস গিল্ডের গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনেরা

নিষেধাজ্ঞা বিষয়টি এখন সম্পূর্ণ রাজনৈতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৪, ১৭:০৯আপডেট : ২৫ মে ২০২৪, ১৭:০৯

বাংলাদেশ এখন ভূরাজনীতির শিকার। পরাশক্তিগুলো নিজেদের ক্ষমতা ও শক্তি বৃদ্ধি করতে ছোট যে রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের ওপর চাপ তৈরি করছে। আর এই চাপ তৈরিতে নিষেধাজ্ঞাকে হাতিয়ার করছে। নিষেধাজ্ঞার ধরনে বোঝা যাচ্ছে এগুলো সম্পূর্ণ রাজনৈতিক।

শনিবার (২৫ মে) রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে এডিটরস গিল্ড আয়োজিত দেশে দেশে ‘ক্ষমতার রাজনীতি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে দেশের বিশিষ্টজনেরা এসব কথা বলেন।

আলোচকরা বলেন, সবাই চায় বড় শক্তির সঙ্গে ভারসাম্য রেখে চলতে। তবে এখন পৃথিবী মাল্টিপোলার হয়েছে। এখন ছোট ছোট দেশগুলোর অবস্থান ভালো হয়েছে। আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে হবে। কারণ বাংলাদেশ এখন ভূরাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে।

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গ এনে তারা বলেন, যদি সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্র আজিজ আহমেদের বিষয়টি গুরুতর অপরাধ হিসেবে দেখতো তাহলে তিনি যখন পদে ছিলেন তখন নিষেধাজ্ঞা দিতো। এই নিষেধাজ্ঞা মূলত রাজনৈতিক। এখানে অন্য কিছু চাইছে মার্কিনরা।

আলোচকরা বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি সত্যি গণতন্ত্রের ধারক-বাহক হতো তবে তারা ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদ করতো এবং বন্ধের উদ্যোগ নিতো। কিন্তু তারা তা না করে দুর্বল রাষ্ট্রগুলোকে নিজেদের আয়ত্তে আনতে চায়।

বাংলাদেশ চাইলে গণতান্ত্রিক মডেল হতে পারে মন্তব্য করে আলোচকরা বলেন, ক্ষমতার রাজনীতির কারণে সৎ থাকা যায় না। ক্ষমতাকেন্দ্র থেকে দুর্নীতি শুরু হয়। রাষ্ট্রীয় পর্যায় থেকে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। এছাড়া আমেরিকার বা ব্রিটেন থেকে আমরা গণতন্ত্র শিখছি এমনটা ভাবার কোনও কারণ নেই। ভারববর্ষে অনেক আগে থেকেই এটির চর্চা ছিল। এখন সারা বিশ্বেই গণতন্ত্র আর আগের মতো নেই। নষ্ট হয়ে গেছে। এক্ষেত্রে বাংলাদেশের জন্য এখনও সম্ভাবনা আছে নিজেদের গণতন্ত্র ঠিক রেখে বিশ্বে একটি রোল মডেল হওয়ার।

এডিটরস গিল্ডের যুগ্ম সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজার সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য রাখেন লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, রাজনীতি বিশ্লেষক অধ্যাপক মাহফুজা খানম, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) সিনিয়র ফেলো ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. আব্দুর রব খান, দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ ও এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। 

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
ইরানের চীনা তেল আমদানিকারকদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীমসহ ১৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
নির্বাচন যখনই হোক একটা রোডম্যাপ দেন: ফারুক
নির্বাচন যখনই হোক একটা রোডম্যাপ দেন: ফারুক
বাজারে এলো ক্লেমনের নতুন ভ্যারিয়েন্ট ‘ক্লেমন জিরো’
বাজারে এলো ক্লেমনের নতুন ভ্যারিয়েন্ট ‘ক্লেমন জিরো’
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
সার্ককে পুনরুজ্জীবনে কাজ করবে বাংলাদেশ ও নেপাল
সার্ককে পুনরুজ্জীবনে কাজ করবে বাংলাদেশ ও নেপাল
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ