X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

এমপি আজীমের লাশের খণ্ডাংশের খোঁজে তল্লাশি, চলবে শনিবারও

রক্তিম দাশ, কলকাতা
২৪ মে ২০২৪, ২২:২০আপডেট : ২৪ মে ২০২৪, ২২:২০

বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে আটক ক্যাবচালক জুবেইর ওরফে জিহাদ হাওলাদারকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি সূত্রে জানা গেছে, ওই এলাকায় শনিবার আবারও তল্লাশি চালানো হবে।

এর আগে বৃহস্পতিবার (২৩ মে) পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে জুবেইরকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পরে তাকে তুলে দেওয়া হয় সিআইডির হাতে। পুলিশ সূত্র জানা গেছে, জুবেইরের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ মে) রাত ১০টার দিকেই বাগজোলা খালে উদ্ধার অভিযান চালায় কলকাতা সিআইডি ও পুলিশের একটি দল।

এর আগে কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, আজীমের মরদেহের খণ্ডাংশ ট্রলিতে ভরে যে ক্যাবে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, সেই ক্যাবচালক জুবেইর ওরফে জিহাদকে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আটকের পর জিজ্ঞাসাবাদ করলে সে লাশের সন্ধান দেয়। কীভাবে আজীমকে কলকাতার বিলাসবহুল ফ্ল্যাটে হত্যা করা হয়েছে, সেই বিষয়েও সিআইডিকে বিস্তারিত তথ্য দেয় ক্যাবচালক।

আজ শুক্রবার জিহাদকে বারাসাত আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড চেয়েছিল সিআইডি। শুনানি শেষে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাকে নিয়েই সিআইডি, বিপর্যয় মোকাবিলা দফতর ও পোলেরহাট থানা পুলিশ জিরেনগাছা ও কৃষ্ণমাটি বাগজোলা খালপাড় এলাকায় যায়।

বাগজোলা খালে অনুসন্ধান চালাচ্ছেন সিআইডির কর্মকর্তারা

জিহাদের বর্ণনা অনুযায়ী সিআইডি জানতে পেরেছে, ১৩ মে খুন করা হয় সংসদ সদস্য আজীমকে। তারপর ১৪ মে একটি অ্যাপে ভাড়ায় চালিত ক্যাবে করে তারা বাগজোলা খালপাড়ের জিরেনগাছা ও কৃষ্ণমাটি ব্রিজের কাছে নির্জন জায়গা দেখে রাতের অন্ধকারে প্লাস্টিক ব্যাগে ভর্তি মৃতদেহের টুকরো খালে ছুঁড়ে ফেলেছিল। 

এদিন তার দেখানো মতো জায়গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয় বাগজোলা খালে। কিন্তু দুই ঘণ্টার উপরে তল্লাশি চালিয়েও সিআইডির টিম কিছুই খুঁজে পায়নি। সিআইডির কর্মকর্তারা বলছেন, যেহেতু রাতের অন্ধকারে জিহাদের অপরিচিত, ওই জায়গায় ঠিক কোথায় মৃতদেহের টুকরো ছুঁড়ে ফেলেছিল; তা নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। কখনও সে বলছে, বাঁশ গাছের পাশ দিয়ে ছুঁড়ে ফেলেছি। আবার কখনও বলছে, জঙ্গলে দাঁড়িয়ে প্লাস্টিক প্যাকেট ছুঁড়ে ফেলেছি।

দীর্ঘক্ষণের চেষ্টায় কিছু না পেয়ে সিআইডি টিম এদিন ফিরে যায়। শনিবার আবার ওই এলাকায় তল্লাশি চালানো হবে বলে সংস্থাটির সূত্রে জানা গেছে।

/ইউএস/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
সম্পর্কিত
মুর্শিদাবাদে অশান্তি, মূল অভিযুক্ত গ্রেফতার
ভারতের সুন্দরবনে ১২ বাংলাদেশি গ্রেফতার
ওয়াকফ বিরোধী আন্দোলনের জেরপশ্চিমবঙ্গে তৃণমূল বিধায়কের বাড়িতে ভাঙচুর, লুটপাট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২১ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২১ এপ্রিল, ২০২৫)
সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে এনসিপির কমিটি
সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে এনসিপির কমিটি
পারভেজ হত্যাকাণ্ডে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
পারভেজ হত্যাকাণ্ডে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শিরোপার একেবারে কাছে লিভারপুল
শিরোপার একেবারে কাছে লিভারপুল
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক