দশক পেরিয়ে এগারোতে পা দিয়েছে দেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন। ২০১৪ সালের ১৩ মে যাত্রা শুরু করে দীর্ঘ পথচলায় বাংলা ট্রিবিউন দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার প্রমাণ রেখে পাঠকের আস্থা অর্জন করে চলছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
অ্যাডভোকেট কামরুল ইসলামের শুভেচ্ছাবার্তা
বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দশ বছর পূর্তিতে আমার এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলা ট্রিবিউনের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে লালন করে এগিয়ে চলছে বাংলা ট্রিবিউন। দীর্ঘ ১০ বছরের এই পথ চলায় অনেক অনেক শুভ কামনা রইলো। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বাংলা ট্রিবিউন অত্যন্ত ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রেখে আসছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, দেশের গণমাধ্যমের ক্ষেত্রে এটি একটি অনুসরণীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা বাংলা ট্রিবিউনের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি।
বাহাউদ্দিন নাছিমের শুভেচ্ছাবার্তা
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলা ট্রিবিউন দশ বছর পেরিয়ে ১১-তে পা দিয়েছে। বাংলাদেশের মূল ধারার গণমাধ্যম হিসেবে বাংলা ট্রিবিউন পাঠকের মনে জায়গা করে নিয়েছে। বাংলা ট্রিবিউনের এই গ্রহণযোগ্যতাকে আমরা সাধুবাদ জানাই। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলা ট্রিবিউন আগামীতে আরও সমৃদ্ধ হবে এবং সাফল্যের চূড়ান্ত শিখরে আরোহণ করবে বলে আমার বিশ্বাস।
বাংলা ট্রিবিউন প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলা ট্রিবিউনের এই পথচলা আরও সুন্দর, মসৃণ ও শক্তিশালী হোক, সেই প্রত্যাশা করছি। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে বাংলা ট্রিবিউন ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। শুভ জন্মদিন বাংলা ট্রিবিউন, নিরন্তর শুভ কামনা থাকলো…।
খালিদ মাহমুদ চৌধুরীর শুভেচ্ছাবার্তা
নৌ প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলা ট্রিবিউন দশ বছরে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দায়িত্বশীল ভূমিকা রাখার মাধ্যমে এই আস্থার জায়গা তৈরি করেছে। অনলাইন নিউজ পোর্টাল হয়েও বাংলা ট্রিবিউন দৈনিক পত্রিকার থেকে কোনও অংশে কম নয়, বরং কোনও কোনও ক্ষেত্রে বেশিই বলা যায়। বাংলা ট্রিবিউন দীর্ঘজীবী হোক, সেই প্রত্যাশা রইলো।