X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ এপ্রিল ২০২৪, ১৭:৫০আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৭:৫০

বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও গুরুত্বপূর্ণ গবেষণা কাজে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের কাজে গতিশীলতা আনতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

সোমবার (২৯ এপ্রিল) আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতর পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

পরিদর্শনের অংশ হিসেবে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অধিদফতরের কর্মপরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন উপদেষ্টা। একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের চলমান কার্যক্রম, বাজেট, জনবল, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প সম্পর্কে তুলে ধরা হয়।

কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্র ও ঐতিহাসিক মূল্য সমৃদ্ধ প্রকাশনা সংগ্রহ, সংরক্ষণ এবং সেবা প্রদানের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতর প্রতিষ্ঠা করেছেন। ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ গবেষক যেন তাদের গবেষণার কাজে গ্রন্থাগারে স্বাচ্ছন্দে আসতে পারে, বই-নথিপত্র দেখতে/পড়তে পারে সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরকে আগামীর স্মার্ট বাংলাদেশের প্রস্তুত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরকে ইতিহাস, ভাষা, সংস্কৃতি, বিজ্ঞান-প্রযুক্তি ও গবেষণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ সংগ্রহ করতে হবে। এ সময় তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথিপত্র, দলিলগুলোকে আর্কাইভে সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। জেলা-উপজেলায় কিংবা দেশের বিভিন্ন স্থানে রক্ষিত যেসব নথির আর্কাইভাল ভ্যালু রয়েছে সেগুলো যেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরে সংক্ষণ করা হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার বিষয়েও তিনি পরামর্শ দেন।

মতবিনিময় শেষে ড. কামাল আবদুল নাসের চৌধুরী আর্কাইভস ঘুরে দেখেন। আর্কাইভসে আসা বিভিন্ন গবেষকদের সঙ্গে কথা বলেন। এ সময় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক ড. সালমা মমতাজ, পরিচালক জনাব মো. আব্দুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
‘নাস্তিকদের’ বই আখ্যা দিয়ে পাঠাগার থেকে ৪০০ বই লুট, পরে ইউএনও কার্যালয়ে জমা
‘সাময়িক’ বন্ধ হচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি
জাতীয় গ্রন্থাগার দিবসগণগ্রন্থাগারে গণফাটল, পাঠকের নিত্যসঙ্গী আতঙ্ক
সর্বশেষ খবর
বিদায়ী ম্যাচে সম্মাননা পেলেন ম্যাচ রেফারি ডেভিড বুন
বিদায়ী ম্যাচে সম্মাননা পেলেন ম্যাচ রেফারি ডেভিড বুন
‘জনমানুষের ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে পারবো’
‘জনমানুষের ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে পারবো’
ইয়েমেনে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ সীমিত করবে যুক্তরাষ্ট্র
ইয়েমেনে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ সীমিত করবে যুক্তরাষ্ট্র
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস