X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

শিশু ধর্ষণের অভিযোগে সংশোধনাগারে কিশোর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৪, ২০:২৭আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২০:২৭

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ১২ বছরের কিশোরকে সংশোধনাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা শিশু আদালত-৩ এর বিচারক অভিযুক্ত কিশোরকে টঙ্গীতে কিশোর উন্নয়ন সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জজকোর্টের রূপনগর আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর আবুল কালাম আজাদ।

এর আগে রবিবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে রূপনগর আবাসিক এলাকায় চকলেটের প্রলোভনে একটি বাসার গ্যারেজে প্রাইভেটকারের ভেতরে চার বছরের এক শিশুকে ডেকে নিয়ে গলা টিপে যৌননির্যাতন করার অভিযোগ উঠে। এ ঘটানায় শিশুটির মা বাদী হয়ে রূপনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (মামলা-৯৩) করেন। ওই মামলায় সোমবার অভিযুক্ত কিমেঅরকে ঢাকা জজকোর্ট আদালতে পাঠায় পুলিশ।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, শিশু ধর্ষণের ঘটনায় সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিম শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। সোমবার দুপুরে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজহারে উল্লেখ্য করা হয়েছে, রবিবার বিকাল সোয়া পাঁচটার দিকে ভুক্তভোগী শিশুসহ কয়েকজন শিশু রাস্তায় খেলা করছিল। এসময় কাকে  অভিযুক্ত কিশোর চকলেটের প্রলোভন দিয়ে রূপনগরের ২০/১ নম্বর রোডের ৬৯ নম্বর বাসার গ্যারেজে একটি গাড়িতে নিয়ে যায়। সেখানে ভুক্তভোগী শিশুকে শারিরীক ও যৌন নির্যাতন করা হয়ে। পরে অন্য শিশুরা ভুক্তভোগীর মাকে খবর দিলে ওই গাড়ির ভেতর থেকে তিনি তার মেয়েকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ঢাকা মেডিক্যালের ওসিসিতে চিকিৎকসাধীন রয়েছে। বর্তমানে শিশুটির অবস্থা ভালো আছে বলে জানান চিকিৎসক।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
তরুণীকে ধর্ষণ ও মারধরের অভিযোগ, আসামি পলাতক
ছয় বছরের শিশু ধর্ষণ: যুবকের ১০ বছরের কারাদণ্ড
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রেমিক আটক
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
মাদারীপুরের শিবচর থেকে ককটেল-গুলি ও ইয়াবা উদ্ধার
মাদারীপুরের শিবচর থেকে ককটেল-গুলি ও ইয়াবা উদ্ধার
গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ
গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে