X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী-শ্রমিকদের নিতে হাঙ্গেরির অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৪, ০১:৪৪আপডেট : ১২ মার্চ ২০২৪, ০২:৩১

রাশিয়ার সহায়তায় নতুন দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে হাঙ্গেরি। ওই প্রকল্পে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরিতে কাজ করেছেন, এমন প্রকৌশলী ও শ্রমিকদের কাজ দিতে চায় ইউরোপের দেশটি। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে অনুরোধ করেছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো।

এ বিষয়ে একজন কূটনীতিক বলেন, ‘বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরিতে কাজ করেছেন, এমন দক্ষ প্রকৌশলী ও শ্রমিক নিতে আগ্রহী হাঙ্গেরি। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় বিষয়টি উত্থাপন করেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী।’

হাঙ্গেরি দুটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে। সেখানেও রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করার কারণে তারা বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী বলে জানান এই কূটনীতিক।

এ বিষয়ে বাংলোদেশের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘রূপপুর প্রকল্প শেষ হওয়ার পর এখান থেকে দক্ষ লোকদের বাইরে পাঠানোর ক্ষেত্রে কোনও সমস্যা নেই।’

উল্লেখ্য, বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার সহযোগিতায় তৈরি করা হচ্ছে। ওই প্রকল্পে কয়েক হাজার বাংলাদেশি প্রকৌশলী ও শ্রমিক নিয়োজিত রয়েছেন। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরিতে বিশেষায়িত জ্ঞান প্রয়োজন হয় এবং সেখানে নিয়োজিত প্রকৌশলী ও শ্রমিকরা বিশেষভাবে দক্ষ হন।

অর্থনৈতিক সহযোগিতা
অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশের সঙ্গে এভয়েডেন্স অব ডাবল ট্যাক্সেশন এবং ইনভেস্টমেন্ট প্রটেকশন চুক্তি করতে চায় হাঙ্গেরি।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির কারণে বাংলাদেশের প্রতি আগ্রহী হাঙ্গেরি। এ কারণে তারা দুটি প্রাথমিক চুক্তি করতে চায়।’

আরেক কর্মকর্তা বলেন, ‘২০২৯ পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নে জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ। এরপর জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য ইইউর সঙ্গে আলোচনা করতে হবে বাংলাদেশকে। হাঙ্গেরি ইইউর সদস্য এবং তারা আমাদের জিএসপি প্লাস পাওয়ার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে।’

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না, ওয়াশিংটনকে ঢাকার বার্তা
ভারতে সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিতের আহ্বান ঢাকার
সরকারের সংস্কার কাজে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র 
সর্বশেষ খবর
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
কোহলির ম্যাচসেরা পারফরম্যান্সে পাঞ্জাবকে হারালো বেঙ্গালুরু
কোহলির ম্যাচসেরা পারফরম্যান্সে পাঞ্জাবকে হারালো বেঙ্গালুরু
গাজীপুরে তুসুকা গার্মেন্টসের শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের দ্বিতীয় দিন
গাজীপুরে তুসুকা গার্মেন্টসের শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের দ্বিতীয় দিন
বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে দুই বাংলাদেশি
বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে দুই বাংলাদেশি
সর্বাধিক পঠিত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ