X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২
আগুনে পুড়ে মারা যাওয়া শাহজালালের বাবার প্রশ্ন

বেইলি রোডে এখন এত নিরাপত্তা কেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৪, ১৫:৪৫আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৫:৪৫

বেইলি রোডে গ্রিন কোজি কটেজে আগুন লাগার আগে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা যদি নিশ্চিত করা হতো, তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। কিন্তু এখন আগুন লাগার পর এত নিরাপত্তা কেন?

কথাগুলো বলেছেন, গ্রিন কোজি কটেজের আগুনে পুড়ে মারা যাওয়া শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতরের সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিনের বাবা আবুল কাশেম।

রবিবার (১০ মার্চ) তিনি বেইলি রোডে পুড়ে যাওয়া ভবনটির সামনে আসেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলেমেয়ে।

ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা আবুল কাশেম আবুল কাশেম বলেন, ‘আমি কোথাও শান্তি পাচ্ছি না। আমার ছেলেকে বললাম— আমাকে বেইলি রোডে নিয়ে যাও। আমি এখানে এসে ভেতরে ঢুকতে চাইছিলাম। ঢুকতে দিলো না। এখন এত নিরাপত্তা, কিন্তু আগে যদি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হতো— তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না, আর এত মানুষও মারা যেত না।’

তিনি বলেন, ‘ঘটনার আগের দিন আমার ছেলের সঙ্গে কথা হয়। তারপর আর কোনও কথা হয়নি।’

আগুনে পুড়ে মারা যাওয়া শাহজালাল উদ্দিনের স্বজনরা শাহজালালের বোন তসলিমা আক্তার লিমা বলেন, ‘যার চলে যায় সেই বুঝে। আর কেউ বুঝবে না এটা। এটা অনেক কষ্টের। মনে হয়, আমার ভাই আসবে। এই মনে হয় দাঁড়িয়ে আছে, মনে হয় ফোন করবে। ফোনের মধ্যে চেয়ে থাকি— কখন যে আমার ভাই ফোন করবে।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের কাছে একটাই চাওয়া— এই ঘটনার সুষ্ঠু বিচার হোক। এরকম যেন আর কেউ স্বজন না হারায়।’

পুড়ে যাওয়া গ্রিন কোজি কটেজ গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জন মারা যায়। ওই ঘটনায় নিহত হন শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতরের সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিন, তার স্ত্রী মেহেরুন নেসা জাহান এবং তাদের তিন বছর বয়সী সন্তান ফাইরুজ কাশেম জামিরা।

এদিকে রবিবার (১০ মার্চে) সকালেও ঘটনাস্থলে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে দেখা যায় নিরাপত্তার দায়িত্বে আছেন। ভবনটির সামনে নিরাপত্তা বেষ্টনি দিয়ে রাখা হয়েছে। পথচারীরা এখনও সেই অগ্নিকাণ্ডের ভযাবহতার চিহ্ন দেখেন অপলক দৃষ্টিতে।

/কেএইচ/এপিএইচ/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
১০ মার্চ ২০২৪, ১৫:৪৫
বেইলি রোডে এখন এত নিরাপত্তা কেন?
০২ মার্চ ২০২৪, ২১:৫১
সম্পর্কিত
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে আগুন, সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
পাসপোর্ট অধিদফতরের ‘টাকার কুমির’ সেই মামুন বরখাস্ত
পাসপোর্ট অধিদফতরের ‘টাকার কুমির’ সেই মামুন বরখাস্ত
নারী শ্রমিককে গলা কেটে হত্যা
নারী শ্রমিককে গলা কেটে হত্যা
চীনের অর্থায়নে বরিশালে বিশেষায়িত হাসপাতালের দাবি
চীনের অর্থায়নে বরিশালে বিশেষায়িত হাসপাতালের দাবি
তরুণদের নিয়ে বিভাগীয় সমাবেশ-সেমিনারের ঘোষণা বিএনপির তিন অঙ্গ সংগঠনের
তরুণদের নিয়ে বিভাগীয় সমাবেশ-সেমিনারের ঘোষণা বিএনপির তিন অঙ্গ সংগঠনের
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস