X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৪, ১৮:৫৪আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৮:৫৪

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টিটেররিজম ইউনিট (এটিইউ)। গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর গোপন সংবাদের ভিত্তিতে এটিইউর একটি দল শনিবার (২ মার্চ) নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার সাতগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোর রাতে নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার সাতগ্রাম ইউপির ৯ নং ওয়ার্ডের পাঁচরুখী (ভুঁইয়াপাড়া) এলাকায় অভিযান চালায় এটিইউর একটি দল। সেখান থেকে বি এম বাহাউদ্দিন আহম্মেদ ওরফে চমককে (২৮) গ্রেফতার করা হয়। তার বাড়ি নড়াইল জেলার সদর থানার আলাদাৎপুর গ্রামে। বাবার নাম বি এম আলাউদ্দিন আহম্মেদ।

পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী এটিইউর সদস্যরা একই দিন দুপুর আড়াইটার দিকে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভূলতা ইউপির ৬ নং ওয়ার্ডের দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে মো. আলী আকবর ওরফে জনি (২৭) ও ঢাকার আশুলিয়া থানার ৪ নং ইয়ারপুর ইউপির জিরাবো এলাকা থেকে মো. আশরাফ আলীকে (২৮) গ্রেফতার করে।

তাদের কাছ থেকে মোবাইল ফোন, একটি ট্যাব, একটি বাটন মোবাইল ফোন এবং বিপুল সংখ্যক বই জব্দ করা হয়েছে।

আসামিরা দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন উগ্রবাদী কন্টেন্ট প্রচার-প্রচারণাসহ দেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠন ‘আনসার আল ইসলামের পক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতংক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়ার জন্য নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
আইএস-আল কায়েদার পতাকা নিয়ে মিছিল, ক্ষুণ্ন হচ্ছে ভাবমূর্তি
জঙ্গি সাজিয়ে ৯ জনকে গুলি করে হত্যাসাবেক আইজিপিসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি
মার্কিন বিমান হামলায় সিরিয়ায় আল-কায়েদা নেতার মৃত্যু
সর্বশেষ খবর
বাংলাদেশি যুবককে ধরে বিএসএফের হাতে তুলে দিলো ভারতীয়রা
বাংলাদেশি যুবককে ধরে বিএসএফের হাতে তুলে দিলো ভারতীয়রা
চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ
চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা: যুবক গ্রেফতার
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা: যুবক গ্রেফতার
পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু
পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা