ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। হলফনামায় তথ্য গোপনের অভিযোগে দায়ের করা রিটের শুনানি নিয়ে বুধবার (২৭ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মামুন মাহবুব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি।
আদেশের বিষয়টি নিশ্চিত করে তাহমিনা পলি বলেন, তিনটি গ্রাউন্ডে আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। হলফনামায় সাজা খাটার তথ্য গোপনের অভিযোগ এনে একজন ভোটার এ রিটটি দায়ের করেছিলেন। প্রথমত, যিনি রিটটি দায়ের করেছেন এখানে তার লোকাস স্টান্ডি (এখতিয়ার) নাই। দ্বিতীয়ত, যে মামলার কথা বলা হয়েছে সেই মামলায় হাইকোর্টের রায়ে তিনি খালাস পেয়েছেন। যেহেতু শেষ রায়ে তিনি খালাস পেয়েছেন কাজেই সাজা খাটার যে তথ্য গোপনের অভিযোগ এনেছেন তা বলা যাচ্ছে না। এছাড়া এ মামলায় ২০১৮ সালের নির্বাচনের সময় একই গ্রাউন্ডে চ্যালেঞ্জ করা হয়েছিল, তখন হাইকোর্টের রায় তার পক্ষে গিয়েছিল। এইসব বিবেচনায় আদালত তার রিটটি খারিজ করে দিয়েছেন।
এর আগে শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন আ. লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। তার আবেদন না মঞ্জুর শাহজাহান ওমর প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন।
আরও পড়ুন-
প্রার্থিতা বহাল থাকল শাহজাহান ওমরের
শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল স্বতন্ত্র প্রার্থীর
দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার: শাহজাহান ওমর
ইসিতে শাহজাহান ওমর, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার
বন্দুকসহ বিএনপি নেতাকর্মীদের নিয়ে আ.লীগের সমাবেশে শাহজাহান ওমর