X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

কাশ্মিরে হাউজবোট অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৩ জনের মরদেহ ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ নভেম্বর ২০২৩, ২৩:০৭আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২৩:২৪

ভারতের কাশ্মিরের শ্রীনগর ডাল লেকে হাউজবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া তিন বাংলাদেশির মরদেহ ঢাকায় এসেছে। বুধবার (১৫ নভেম্বর) বিকালে ভারতের দিল্লি থেকে কার্গো বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। পরে তাদের মরদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মরচুয়ারিতে নিয়ে রাখা হয়েছে। 

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ডিএনএ প্রোফাইলের মাধ্যমে মৃতদেহগুলো শনাক্ত করা হবে। যদিও তাদের পরিচয় জানা গেছে। তবে মরদেহগুলো এতোটাই পুড়েছে যে, মরদেহ দেখে কোনটি কার, তা বোঝার কোনও উপায় নেই। 

তিনি বলেন, ‘আমরা মৃতদের স্বজনদের খবর দিয়েছি। তারা আসলে বৃহস্পতিবার সিআইডি'র ফরেনসিক বিভাগ ও ঢামেক মর্গ কর্তৃপক্ষ সমন্বয়ে মৃতদেহ থেকে ও স্বজনদের ডিএনএ প্রোফাইলের নমুনা সংগ্রহ করা হবে।’ পরিচয় শনাক্তকরণের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

শনিবার (১১ নভেম্বর) ভোরে সংঘটিত এই অগ্নিকাণ্ডে এই তিন বাংলাদেশিসহ মোট আট জন মারা গেছেন। মারা যাওয়া তিন বাংলাদেশির মধ্যে দুজন রাঙামাটি গণপূর্তের কর্মকর্তা। এরমধ্যে একজন নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল। ৩০তম বিসিএসের এই্ ক্যাডার ২০২০ সালের ২১ সেপ্টেম্বর রাঙামাটির নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগ দেন। ব্যক্তিজীবনে সরকারি এই কর্মকর্তা দুই সন্তানের জনক।

বাকি দুজনের মধ্যে একজন একই বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ইমন দাশগুপ্ত। ৩৩তম বিসিএসের কর্মকর্তা ইমন ব্যক্তিজীবনে তিন বছর বয়সী এক পুত্র সন্তানের জনক। দুর্ঘটনার শিকার অপরজন ঠিকাদার মাইনুদ্দিন, তিনি এলজিইডি ও পিডব্লিউডি’র ঠিকাদার।

এসআই জাহাঙ্গীর আলম জানান, মৃত তিন জনই একে অপরের বন্ধু। তাদের সবার বাড়ি চট্টগ্রামে। গত ৩ নভেম্বর তারা ভারতের কাশ্মির যান। সেখান থেকে নৌভ্রমণে গিয়ে ঘটনার শিকার হন তারা।

আরও পড়ুন:

কাশ্মীরে অগ্নিকাণ্ডে মৃত ৩ বাংলাদেশির দুজন রাঙামাটি গণপূর্তের প্রকৌশলী

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে
ইউআইইউতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভিসিসহ ১০ শিক্ষকের পদত্যাগ
পেহেলগাম হামলাপাকিস্তান নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে প্রস্তুত: প্রধানমন্ত্রী শাহবাজ
সর্বশেষ খবর
দখল-দূষণে খরস্রোতা বড়াল এখন মরা খাল
দখল-দূষণে খরস্রোতা বড়াল এখন মরা খাল
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৫)
রিয়ালকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা
রিয়ালকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা
ধর্ষণে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি চাইলেন সারজিস আলম
ধর্ষণে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি চাইলেন সারজিস আলম
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ